গ্রীষ্মকাল পড়তে না পড়তেই মশার উপদ্রব বেড়ে চলেছে। বর্ষা এলে তো আর কোন কথাই নেই! বাড়ির আশেপাশে জমা জল থেকে তখন নতুন মশা জন্ম নেবে। কোথাও একদন্ড শান্তিতে বসার উপায় নেই। অনেকেই ভাবে বাড়ির আশেপাশে বেশী জঙ্গল বা গাছপালা থাকলে মশার উপদ্রব বাড়ে। তবে অনেকেই হয়তো জানেন না, এরকমই কিছু গাছ আবার মশার হাত থেকে আপনাকে বাঁচাতে পারে।
গাঁদা গাছ- গাঁদা গাছে থাকা এক বিশেষ গন্ধ মশাকে বিকর্ষণ করে। বাড়ির দরজায় বা জালনার আশেপাশে যদি এই গাছ লাগাতে পারেন, তাহলে মশার হাত থেকে বাঁচা যাবে। তবে মশা ছাড়াও যে কোন রকম পোকামাকড় এবং মাছিকেও দূরে সরিয়ে রাখে এই গাছ।
পুদিনা- এই বহুগুণ সম্পন্ন পুদিনা পাতা মশা তাড়াতেও বিশেষভাবে কাজে দেয়। পুদিনা গাছে এক প্রবল শক্তিশালী গন্ধ রয়েছে, যা মশা-মাছি ও যে কোন পোকাকঃ দূরে সরিয়ে রাখে। অবশ্যই সূর্যের আলোতে এই জাতীয় গাছকে রাখবেন।