মাছে ভাতে বাঙালি মাছ খেতে গেলে তো গলায় কাঁটা আটকাবেই! এর জন্য দারুন প্রদাহ শুরু হয় গলায়। তবে কিভাবে ঘরোয়া উপায় কাঁটা নামানো যায়, তা অনেকেরই অজানা । অনেকেই অনেক কিছু করে থাকে গলার কাঁটা নামানোর জন্য। কেউ মুড়ি খায়, কেউ জল খায় কিন্তু কিছু করেই কিছু হয় না। তবে এই চরম বিপদের সময় আপনার কি কাজে দেবে, সেটাই জানার বিষয়।
১) গলায় কাঁটা আটককালে লেবু টুকরো নিয়ে তাতে নুন মাখিয়ে চুষতে থাকুন। এতে কাটা নরম হয়ে যায় এবং সেটি গোলে গিয়ে নেমে যায়।
2) এছাড়া শুকনো ভাত নিয়ে দলা পাকিয়ে গিলে খান। তাহলে সেই কাটা নেমে যাবে।
৩)উষ্ণ গরম জল নিয়ে তাতে নুন মিশিয়ে পান করুন, এতে কাঁটা নরম হয়ে গলে যায়।
৪) কলা গিলে খান। এটি কাঁটা নামাতে সাহায্য করে।
৫) জলের সাথে ভিনেমিগার মিশিয়ে খেতে পারেন। এটিও অতি সহজে কাঁটা গলিয়ে দেয়।
৬) কিছু না থাকলে হাতের কাছে অলিভ অয়েল থাকলে সেটি কাঁচা খেয়ে নিতে পারেন, এতে কাঁটা নেমে যায় অতি সহজে।
৭) কোলড্রিংকস জাতীয় পানীয় খেলে কাঁটা নেমে যেতে পারে অতি দ্রুত।