Beauty tips : মুখ ধোওয়ার সময় মেনে চলুন ৫ নিয়ম, নাহলে বারোটা বাজবে ত্বকের

বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ত্বক। কারোর অত্যাধিক তৈলাক্ত, কারোর বা অত্যাধিক শুকনো! এইসব থেকে ত্বকে নানান সমস্যার সৃষ্টি হয়। তবে আপনার নিজের কিছু ভুলের কারণেও ত্বকের সমস্যার সৃষ্টি হতে পারে, দেখে নিন এইগুলি কি কি।

১) অনেকেই মুখ ধোওয়ার জন্য সাবান ব্যবহার করে। এটি ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সাবানে অত্যাধিক পরিমাণে ক্ষার থাকে, যা ত্বক কখনোই সহ্য করতে পারে না।

আরো পড়ুন –দাগছোপহীন জেল্লাদার ত্বক পেতে বাড়িতে বানিয়ে ব্যবহার করুন ফুলের তৈরি ফেস প্যাক, কীভাবে বানাবেন জানুন

২) অনেকেই মুখ পরিষ্কার করে ধোয়ার পর ময়লা তোয়ালে দিয়ে মুখ মোছে। এতে মুখ আবারো নতুন করে নোংরা হয়ে যায়। এছাড়া ত্বকের ক্ষতি হয়।

৩) মুখ ধোয়ার সময় অনেকেই হয়তো লক্ষ্য করেনা শেষ ভাগে ফেসওয়াশ বা ক্লিনজার লেগে থাকে। এই উপাদান থেকেই তৈরি হয় ব্রণ এবং ত্বক জ্বালার মতন সমস্যা। তাই সর্বদাই এদিকে খেয়াল রাখতে হবে।

আরো পড়ুন – ভুলেও খালিপেটে খাবেন না এই খাবারগুলি, অকালে হারাবেন যৌবন

৪) অনেকেই ভাবে বেশি বেশি করে এক্সপোলিয়েট করলে ত্বক পরিষ্কার থাকবে। এতে অবশ্য ত্বকের মৃত কোষ দূর হয়ে যায় কিন্তু ত্বকের ক্ষতি হয় চরমভাবে।

আরো পড়ুন-বেসন, মুলতানি মাটি ছেড়ে মুখে খোসুন চালের গুঁড়ি, মুহুর্তেই পাবেন জেল্লাদার ত্বক

৫) শরীরের অন্যান্য চামড়ার থেকে মুখের চামড়া বরাবরই বেশি সেনসেটিভ। অনেকেই মুখ স্ক্রাব করার সময় অনেক জোরে জোরে ঘষে। এটি কখনোই করা উচিত নয় এতে ত্বকের ক্ষতি হয় ।