বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রতিভা দেখানোর অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যে কেউ অতি সহজেই নিজেকে জনপ্রিয় করে তুলছে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এর মধ্যে অন্যতম হল ইউটিউব, যেটি সাধারণ মানুষকে আয়ের পথ দেখিয়ে দিচ্ছে। এর ফলে অতি সাধারণ শিল্পীও হয়ে উঠছে অসাধারণ।
এরকম ভাবেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘বিদিপ্তা শর্মা’, যে একজন অসাধারণ নৃত্যশিল্পী। তা বলাবাহুল্য প্রায়শই ইউটিউবে বিভিন্ন ধরনের নাচের ভিডিও সে তুলে ধরে আর এর মাধ্যমে সে জনপ্রিয় হয়ে উঠেছে নেট দুনিয়ার পাতায়।
এবার তাকে দেখা গেল জনপ্রিয় রবীন্দ্র সংগীত ‘চঞ্চল মন আনমনা হয়’ গানের তালে, অসাধারণ স্টেপে নৃত্য পরিবেশনা করতে। বাড়ির ছাদেই সম্পূর্ণ নৃত্যটি তুলে ধরেছিল সে। তার পরনে ছিল সাদা শাড়ি, এর সাথে ফুলস্লিভ ব্লাউজ, মাথায় খোপা করা।
আরো পড়ুন-শারিকিক গঠন প্রতিবন্ধকতা হতে পারে না! যুবতীর দুর্দান্ত নাচ দেখে প্রসংশায় ভরালো নেটদুনিয়া
স্বাভাবিকভাবেই নেটিজেনরা তার নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। প্রায় ১৭ লক্ষ মানুষ তার ওই ভিডিওটি দেখেছে এবং ৩৬ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে। তার নাচের পাশাপাশি তার সৌন্দর্য প্রশংসা করতে ভোলেনি কেউ।