Skin Care with Garlic: রান্নায় শুধু রসুন ব্যবহার করেন? এবার মুখেও মেখে নিন এক কোয়া, ফল পাবেন হাতেনাতে

  • রসিয়ে কষিয়ে রান্নাতে রসুনের জুড়ি মেলা ভার। যতই রসুন ছাড়াতে অসুবিধা হোক না কেন, খাবারে যদি একবার এই রসুন যুক্ত করা হয় তাহলে তার স্বাদই হয়ে যায় মারাত্মক। তবে অনেকেই হয়তো জানেন না রসুন শুধু খাবার নয়, ত্বক এবং চুলেরও অনেক উপকারে লাগে। রসুনে থাকে অ্যান্টি এজিং এবং আন্টি ইনফ্লামেটরি, যা ত্বককে মসৃণ করে তোলে এবং অনেক সমস্যা থেকে বাঁচিয়ে তোলে। এছাড়া চুলে খুশকি এবং অন্যান্য সমস্যাও দূর করতে সাহায্য করে।

রসুন ত্বকে এন্টিঅক্সিডেন্টের যোগান দেয়। এর পাশাপাশি ত্বককে করে তোলে একেবারে মসৃণ এবং জেল্লাযুক্ত। ত্বকের রক্ত সঞ্চালন করতে সাহায্য করে রসুনের রস। তাহলে কিভাবে ব্যবহার করবেন ত্বকের ও চুলের জন্য এই রান্নার উপকরণকে? দেখে নিন চট করে

আপনার যদি প্রচুর পরিমাণে ব্ল্যাকহেডস এবং ওয়াইটহেডসের সমস্যা থাকে, সেক্ষেত্রে তিন-চার কোয়া রসুন বেটে তার সাথে এক চামচ ওটস ও দু চামচ টি ট্রি অয়েল এবং একটু লেবু ও মধু মিশিয়ে গোটা মুখে লাগান। এরপর ইষদ উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। পরিবর্তন লক্ষ্য করবেন নিজের চোখে।

মুখে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা থাকলে রসুন বেটে, সেই রস ব্রনের উপরে পাঁচ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন। এর পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলবেন। এই উপায় অবলম্বন করলে ব্রনের লালচে ভাব কমে যাবে এবং জ্বালা ভাবও কমে যাবে।

আপনার যদি পাকা চুলের মতো সমস্যা থাকে, তাহলে সে ক্ষেত্রে নারকেল তেলের সাথে গোলমরিচ এবং রসুন মিশিয়ে ভালো করে ফুটিয়ে সেই তেল প্রতিদিন মাথায় লাগান। ধীরে ধীরে নিজের চোখে তফাৎটা লক্ষ্য করবেন।

আপনার মুখে যদি ওপেন পোরসের সমস্যা ভীষণ ভাবে দেখা দেয়, সেক্ষেত্রে ৪ কোয়া রসুন, এক কুটি টমেটোর সাথে বেটে নিয়ে সেই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন
২০ মিনিট পর্যন্ত। এটি ত্বককে টানটান করে তোলে।

যদি কারোর খুশকির সমস্যা থেকে থাকে, তাহলে সে শ্যাম্পু এবং কন্ডিশনারের সাথে মধ্যে এক কোয়া রসুন এবং অল্প মধু মিশিয়ে ব্যবহার করতে পারে। তাহলে খুশকির মতো সমস্যা দূর হবে।