Vastu Tips: এক টুকরো পাতিলেবু ঘুরয়ে দিতে পারে আপনার ভাগ্যের চাপ, মিটবে অর্থনৈতিক সমস্যা

ভিটামিন সি সমৃদ্ধ পাতিলেবুর পুষ্টিগুণ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এই পাতিলেবু। শরীরের মধ্যে শক্তির সঞ্চার করে পাতিলেবু। আবার ত্বক ও চুলের চর্চার ক্ষেত্রেও এই পাতিলেবু দিয়ে বিভিন্ন রকমের
উপাদান বানানো যায়। তবে এর পাশাপাশি পাতিলেবুতে কিন্তু রয়েছে বিশেষ বাস্তগুণ। বিভিন্ন অশুভ শক্তিকে দূর করতে পারে এই পাতিলেবু।

মানুষকে সুস্থ করে তোলে –

বাড়িতে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে পাতিলেবু নিয়ে তার ওপর ৩০৭ লিখে যদি সাতবার ঘোরানো যায়; তাহলে সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে।

খারাপ স্বপ্ন দূর করে –

কেউ যদি হঠাৎ করে ঘুমের মধ্যে কোন খারাপ স্বপ্ন দেখে, তাহলে তা অশুভ হতে পারে। এক্ষেত্রে বালিশের তলায় যদি একটি সবুজ পাতি লেবুর রেখে দেওয়া হয়। সেটি শুকিয়ে গেলে আবার একটি করে নতুন লেবু রেখে, এভাবে পাঁচ বার যদি এই পদ্ধতি অবলম্বন করা যায়; তাহলে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে।

যখন কেউ জীবনে বারবার অসফল হয়, সেক্ষেত্রে একটি লেবু ও চারটি লবঙ্গ নিয়ে হনুমান চল্লিশা যদি পাঠ করা হয়; তাহলে তার সাফল্য আসবে।

দরজার সামনে লেবু-লঙ্কা ঝোলানো –

বাড়ি বা দোকানের লঙ্কা দরজার সামনে যদি লেবু এবং লঙ্কা ঝোলানো হয়, তাহলে সেটি সব নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে রাখে।

 

দাম্পত্য সমস্যা দূরীকরণ –

একটি বড় বাটির মধ্যে পাতিলেবু ও জল দিয়ে সেটি বেডরুমে রেখে দিলে, যাবতীয় সাংসারিক সমস্যা দূর হয়ে যাবে। অন্ততপক্ষে একমাস এই পদ্ধতি অবলম্বন করতে হবে।

Disclaimer- এই প্রতিবেদন সার্বিক গণনার উপর ভিত্তি করে লেখা হয়েছে।  ব্যক্তি বিশেষে এর ফল ভিন্ন হতে পারে।