ছয় মাস বয়স পূর্ণ হওয়ায় মেয়েকে বেনারসি পরিয়ে ‘মুখে ভাত’ দিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সোমবার নিজ বাড়িতে ঘরোয়া পরিবেশে মেয়ের অন্নপ্রাশনের আয়োজন করেন বিপাশা বসু এবং তার স্বামী করণ সিং গ্রোভার। এতে অংশ নেয় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে দেবীর অন্নপ্রাশনের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন বিপাশা। সেখানে ভক্তরা শুভেচ্ছা জানান তাকে।
কমেন্ট বক্সে তার এক ভক্ত বলেন, ‘বাঙালিদের আচার-অনুষ্ঠানের রীতি নীতি এবং ঐতিহ্যকে এভাবে শেয়ার করা আর বাংলা ও বাঙালির সমৃদ্ধ ঐতিহ্যশালী সংস্কৃতির সঙ্গে এভাবে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ…বাংলা এবং বাঙালির প্রতিনিধিত্ব করে এত সুন্দরভাবে আমাদের কাছে বাংলা এবং বাংলার সংস্কৃতিকে পৌঁছে দিতে আর কেই-বা পারতেন…? এই সুন্দর পবিত্র অনুষ্ঠানের জন্য আপনাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি…।’
এর কিছুদিন আগে বিপাশা বসু মেয়ে দেবীর ডাকনাম কি রাখলেন সে কথা জানিয়েছিলেন তার ভক্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন তার মেয়ে দেবীর ডাকনাম মিষ্টি।
View this post on Instagram