গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ। বাইরে থাকা তো দূর, ঘরে টেকাও দায় হয়েছে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য। এই কারণে সকলেই এসি, কুলারের মতন যন্ত্রাংশের ব্যবহার শুরু করেছে প্রচুর পরিমাণে। আবার পরিবেশবিদদের মতে, এই জাতীয় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলোই পরিবেশ গরম করে তোলার জন্য দায়ী। এছাড়া এতে বিদ্যুৎ খরচ হয় প্রচুর পরিমাণে।
তবে ঘর ঠান্ডা রাখার জন্য বিকল্প কিছু পদ্ধতিও রয়েছে। এক্ষেত্রে আর্কিটেকচারের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যাতে ঘর থাকবে একেবারে ঠান্ডা। বলা বাহুল্য এসির মতনই! তাহলে দেখে দিন এগুলি কি কিএখনকার মর্ডান বাড়িতে কেউই আর ঘুলঘুলি রাখে না। এর ফলে হাওয়া-বাতাস খেলার কোন জায়গা থাকে না। তাই অবশ্যই বাড়িতে ঘুলঘুলি রাখা আবশ্যক।
বাড়ির মধ্যে অধিক পরিমাণে আসবাবপত্র থাকলে তা তাপমাত্রা বাড়িয়ে তোলে। এক্ষেত্রে এক জায়গায় অনেক আসবাবপত্র না রেখে, তা একটু দূরে দূরে রাখলেই ভালো হয়।ঘর ঠান্ডা রাখার জন্য অবশ্যই ঘরের দেওয়ালে হালকা রং করা উচিত। এটি রৌদ্রের তাপ কম শোষণ করে।
ঘরের বাইরে গাছ লাগানোর পাশাপাশি ঘরের ভেতরে সাজিয়ে তোলা উচিত নানান ইন্ডোর প্লান্টস দিয়ে। এতে সূর্য রশ্মি অধিক পরিমাণে তারাই শোষণ করে নেয়। এতে ঘর অনেক ঠান্ডা থাকে।যে ঘরের উপরের অংশ পুরোপুরি ছাদ থাকে, সেই ঘর অনেক বেশি গরম হয়। তাই ছাদের মেঝেতে অবশ্যই চুনকাম করে নিন। তাতে তাপ শোষণ কম হয় এবং গরমও কম লাগে।
আপনার ঘরে যদি মাড প্লাস্টার করা থাকে, তাহলে তা ঘরের তাপমাত্রা অনেক গুণ কমিয়ে রাখে। এটি হলো পুরোনো দিনের মাটির বাড়ির কিছু আধুনিকতম রূপ।