Vastu tips for roti : কাউকে খেতে দেওয়ার সময় একসঙ্গে ৩টে রুটি ভুলেও দেবেন না!, এর সাথে জড়িয়ে মৃত্যুর কারণ

চলার পথে এমন বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, যেগুলি আমাদের জন্য শুভ বার্তা বয়ে আনে কিন্তু শাস্ত্রমতে (vastu Shashtra) এরকম বহু নিয়ম রয়েছে, যেগুলি সংসারের মহিলারা মেনে চলেছে দীর্ঘদিন ধরে। ঠিক এরকমই একটি নিয়ম রয়েছে যেখানে বলা আছে, একটি থালায় কখনোই তিনটে রুটি খেতে দেওয়া উচিত নয়। আসল কারণ কি জানেন

বাঙালিরা ভাতের পাশাপাশি রুটিকেও প্রধান খাদ্য করে তুলেছে বহুদিন। জলখাবারে হোক বা রাতের ডিনারে, রুটি-চাপাটি এখন সকলের খাদ্য তালিকায় থাকে। তবে এই রুটি খাবার বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন, কখনোই একসাথে তিনটে রুটি খেতে দেওয়া যায় না কাউকে।

ব্রহ্মা-বিষ্ণু এবং মহেশ্বরের নিয়ম অনুসারে ৩ কে সর্বদাই শুভ বলে মনে হয়। তবে আসলে যে কোন শুভ কাজে এই ৩ নম্বরটি অশুভ। তাই খাবার খেতে দিল সেটা কখনো তিনবার বা তিনটে দেওয়া উচিত নয়।

এছাড়া কেউ মারা গেলে তার ত্রয়োদশীর অনুষ্ঠানে খাবার প্লেটে তিনটি রুটি রাখা হয়। তাই কাউকে তিনটি রুটি খেতে দিলে, তাকে মৃত ব্যক্তি হিসেবে মনে করা হয়। এই কারণে কখনোই তিনটি রুটি প্লেটে রাখা উচিত নয়। এছাড়া একই প্লেটে যদি তিনটি রুটির কেউ ভাগাভাগি করে খায়, তাহলে তাদের মধ্যে লড়াই সৃষ্টি হয়।