Beauty : দাগছোপহীন জেল্লাদার ত্বকের স্বপ্নপূরণ হবে, এই ফুলের ফেসপ্যাক বাড়িতে বানিয়ে ব্যবহার করুন, কীভাবে বানাবেন জানুন

বাইরে রৌদ্রের তীব্র দাবদাহে সকলেরই প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে! এই অবস্থায় দাঁড়িয়ে ত্বকের অবস্থা নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। হাত-মুখ সবেতেই রোদে বেরোলে ট্যান পরে যাচ্ছে। তবে এখন আর কোন চিন্তা নেই, ফুলের তৈরি বিশেষ ফেসপ্যাক ব্যবহার করলেই আপনার সব সমস্যার সমাধান হবে।

সবার প্রথমেই রয়েছে গোলাপ। এই গোলাপ ফুলে থাকে ভিটামিন ই এবং সি, যা ত্বকের পক্ষে খুবই উপযোগী। অনেকেই গোলাপজলকে টোনার হিসেবে ব্যবহার করে থাকে। এটি ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। এছাড়াও গোলাপের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন মুখে। এর জন্য গোলাপের পাপড়ি নিয়ে তা বেটে তাতে দুধ মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণটি মুখে ভালো করে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেললেই, ফল পাওয়া যাবে হাতেনাতে।

ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে পদ্ম ফুল। এই ফুল ত্বক যথেষ্ট মসৃণ করে তোলে। এই ফুল সূর্যের প্রকট তাপের থেকেও ত্বককে রক্ষা করে। এই পদ্মফুল থেকেও ফেসপ্যাক বানিয়ে লাগাতে পারেন মুখে। এর জন্য পদ্ম ফুলের পাপড়িগুলো বেটে তাতে দুধ এবং মসুর ডালের গুঁড়ো দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এরপর সেটি ১০ মিনিট মুখের রেখে পরিষ্কার জলে ধুয়ে নিলেই ফল পাওয়া যাবে।

গন্ধের জন্য সর্বসেরা জুঁইফুল! তবে এই জুঁই ফুলে রয়েছে প্রচুর গুণ। যেকোনো ধরনের সংক্রমণ কমাতে সাহায্য করে এই ফুল। ত্বকের জ্বালাপোড়া, প্রদাহ দূর করে ত্বককে সুন্দর জেল্লা এনে দেয় জুঁইফুল। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন জুঁই ফুলের ফেসপ্যাক। এর জন্য মিক্সিতে জুঁইফুল বেটে নিতে হবে। এরপর তাতে দুধ ও বেসন মেশাতে হবে। এই মিশ্রণটি ১০-১৫ মিনিটের জন্য মুখে রেখে তারপর পরিষ্কার জলে ধুয়ে নিলেই ফল পাওয়া যাবে।