Vastu tips : কিছুতেই কাটছে না অর্থাভাব? বাড়ির আশেপাশের এই ৪ গাছ সরিয়ে ফেলুন, নইলে কাঙ্গাল হয়ে যাবেন

অনেকেই বাড়ির অন্দরমহল হোক কিংবা বাইরের বাগান, সবকিছুই সাজিয়ে তুলছে বাহারি ফুলের গাছ দিয়ে। ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্টসের পাশাপাশি ঘরের বাইরেটাও সেজে উঠছে নানান ফুল- ফলের সমাহারে। এই সমস্ত গাছের মধ্যে বেশ কিছু গাছ যদি আপনি বাস্তু মেনে লাগাতে পারেন, তবে আপনার iiঘরে সৌন্দর্যের পাশাপাশি অনেক পজিটিভ এনার্জিও বয়ে আসবে। তবে এর বিপরীত দিকটাও ভুলে গেলে চলবে না। এর মধ্যে বিশেষ চারটি গাছ রয়েছে যেগুলি আপনার বাড়িতে বয়ে আনবে অশুভ শক্তি। এর ফলে আপনার বাড়ি ছড়িয়ে পড়বে নেগেটিভ শক্তির ছত্রছায়ায়। তাই এই জাতীয় গাছগুলো লাগানো থেকেই বিরত থাকুন।

খেজুর গাছ – 

এমনিতে খেজুর ফল খেতে কম বেশি সকলেই খুব পছন্দ করে। তবে এই গিছ বাড়িতে লাগানো একেবারেই শুভ নয়। বাড়িতে অশুভ শক্তির প্রভাব ফেলে এই জাতীয় গাছ।

বনসাই-

বাগান বিলাসের জন্য বনসাই গাছের বেশ সুনাম রয়েছে। কোন যত্ন ছাড়াই বাড়ির সৌন্দর্যকে এক ঝটকায় বাড়িয়ে তুলতে পারে এই গাছ। তবে এই গাছ কিন্তু বেশ অশুভ। এই গাছ বাড়িতে রাখলে অর্থাভাব দেখা দেবে।

বটগাছ-

বাড়িতে বট বা অশথ্ব গাছ কখনোই লাগানো উচিত নয়। এগুলি জীবন শেষ করে দিতে পারে এক লহমায়।

ফণিমনসা-

অনেকেই ছোট্ট টবের মধ্যে কাঁটা জাতীয় গাছ লাগিয়ে থাকেন। তবে এই জাতীয় গাছের যেমন গোটা গায়ে কাঁটা রয়েছে, ঠিক সেরকম ভাবেই এই গাছ বাড়িতে রাখলে আপনার জীবনও হয়ে উঠবে কাঁটা যুক্ত।