বাইরের প্রচন্ড তাপপ্রবাহের বাচ্চা থেকে বড় সকলেই রীতিমত নাজেহাল হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর থেকে তীব্র তাপপ্রবাহের জন্য সর্তকতা বার্তা জারি করা হয়েছে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে বেশি করে জল খাবার। এই সময় দাঁড়িয়ে সকলের বাড়িতে এসি, ফ্রিজ যেন এক অপরিহার্য উপাদান হয়ে দাঁড়িয়েছে। খাবার, ফল, সবজি ঠিক রাখার জন্য এখন ফ্রিজে (Refrigerator)-এর জুড়ি মেলা ভার। সকলের বাড়িতেই ২৪ ঘন্টা ফ্রিজ চলছে, যার ফলে বিদ্যু বিল মাথাচাড়া দিয়ে উঠছে। এই সময় সকলের মাথায় চিন্তার ভাঁজ ফেলছে কিভাবে সারাদিন ফ্রিজ চালিয়েও, বিদ্যুৎ বিল কম আসতে পারে।
বিদ্যুৎ বিল কমাতে মেনে চলুন এই তিনটি টিপস্:
- প্রথমত, কখনোই Refrigerator-র দরজা খুলে রাখবেন না। দরকারি জিনিস রাখা বা বের করে নেওয়া হয়ে গেলে, তখনই ফ্রিজের দরজা বন্ধ করে দেবেন।অধিক সময় ধরে ফ্রিজের দরজা খুলে রাখলে ঠান্ডা বাইরে বেরিয়ে তা কম্প্রেসারের উপরে চাপ সৃষ্টি করে। এরপর আবার ফ্রিজ ঠান্ডা হওয়ার জন্য বাড়তি বিদ্যুতের দরকার পড়ে।
- অবশ্যই Refrigerator কখনো খালি রাখবেন না। অনেকেই বিল কমানোর জন্য ফ্রিজে কম কম জিনিস রাখে। তবে এই ধারণা একেবারেই ভুল! ফ্রিজ যদি খালি অবস্থায় চালানো হয়, তাহলে বিদ্যুৎ বিল বেশি আসে। ফ্রিজে বেশি পরিমাণে খাবার রাখবেন এবং বাতাস চলাচল করা জায়গা রাখবেন।
- সবথেকে যদি গুরুত্বপূর্ণ তাহলো, প্রয়োজন অনুসারে Refrigerator-র তাপমাত্রা সঠিক করা । সকলের ফ্রিজেই তাপমাত্রা বাড়ানো কমানোর জন্য একটি বিশেষ জায়গা থাকে। সেখানে আবহাওয়া অনুযায়ী অবশ্যই তাপমাত্রা বাড়াতে বা কমাতে হয়। শীতকালে ফ্রিজের তাপমাত্রা কমিয়ে রাখতে হয় এবং গরম পড়লেই তা বাড়িয়ে দিতে হয়। তবে ফ্রিজ অধিক ঠান্ডা হলে, আবার গরম কালেও কমিয়ে দিতে হয় তাপমাত্রা।