সাফল্যের শীর্ষে পৌঁছতে চান? রাশি মেনে বাড়িতে লাগান এই গাছ

পরিবেশের সাথে গাছের সম্পর্ক অত্যন্ত নিবিড়। গাছ যেমন আমাদের অক্সিজেন দেয় ঠিক তেমনই দেয় ছায়া। সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে গাছ। তবে বর্তমানে শহরের উন্নয়ন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই বৃক্ষ নিধণ হচ্ছে। আর তাতে আমাদের নিজেদের অজান্তেই ক্ষতি হচ্ছে পরিবেশের।

পরিবেশে দূষণের মাত্রা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই নদী ভাঙনের মুখে পড়ছে মানুষ। তবে অনেকেই আছেন যারা বাড়িতে গাছ লাগাতে ভালোবাসেন। বাড়িতে বড়ো উঠান থাকলে তো আর কথায় নেই। বর্তমানে নিজের বাড়ির বদলে মাথা চারা দিয়েছে বড় বড় ফ্ল্যাট বাড়ি আর সেখানে বাগান কিংবা উঠানের বিন্দুমাত্র চিহ্ন নেই।

এসবের তার মধ্যেও অনেকেই আছেন যারা গাছ লাগান। সে গাছ হয়তো আকারে ছোট শুধুমাত্র ঘর সাজানোর জন্য। বস্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তারা বলছে, গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিজের ভালো হয়। তাহলে জেনে নেওয়া যাক, কোন রাশির মানুষের জন্য কোন গাছ অত্যন্ত সদর্থক।

প্রথমেই মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে আম গাছ লাগানোর কথা বলছেন বস্তু বিশেষজ্ঞরা। তাতে ঘরের সুখ শান্তি এমনকি আর্থিক সমৃদ্ধিও হবে বলে জানাচ্ছেন তারা। অন্যদিকে বৃষ রাশির জন্য তারা পরামর্শ দিচ্ছেন জাম, অশোক, ডুমুর গাছ লাগানোর। মিথুন রাশির জন্য বট গাছ ও কর্কট রাশির জন্য অশ্বত্থ কিংবা আমলকি গাছ। ঠিক একই ভাবে সিংহ রাশির জন্য বট গাছ লাগানোর কথা বলছেন তারা।