এই একটি গাছ বাড়িতে রাখলেই আসবে সৌভাগ্য, দূর হবে অর্থনৈতিক সংকট

অনেকেই বাড়ির বাগানে গাছ লাগানোর পাশাপশি অন্দরসজ্জাতেও ব্যবহার করে বিভিন্ন গাছের। এই গাছগুলি যেমন ঘরের ভিতরের সৌন্দর্য্য বাড়িয়ে তোলে, ঠিক সেরকম ভাবেই ঘরের ভিতরের পরিবেশে ও সুন্দর করে তোলে। আবার বাস্তুবিদদের মতে, এই গাছই বাড়ির বাস্তু শাস্ত্র মতে উন্নতি সাধন করে। বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এই তালিকায়। তবে অবশ্যই বাস্তু শাস্ত্র মেনে এইসব গাছ লাগানো উচিত। এর মধ্যে রয়েছে স্পাইডার প্লান্ট (spider plant)। তাহলে দেখে নেওয়া যাক কি কি উন্নতি সাধনে এই গাছের ভূমিকা রয়েছে।

স্বাস্থ্য – বাড়িতে এই জাতীয় গাছ লাগালে তা বাড়ীর সদস্যদের শারীরিক অবস্থার উন্নতি করে। এছাড়া মানসিক বিষণ্ণতা কাটিয়ে তুলতে সাহায্য করে। ঘরের যাবতীয় নেতিবাচক শক্তি দূর করে।

স্ট্রেস বুস্টার – কর্টিসল কমাতে সাহায্য করে এই স্পাইডার প্ল্যান্ট। উচ্চ রক্তচাপ ও হৃদ রোগের মতো সমস্যাকেও দূর করে এই গাছ। এছাড়া কোনো মানসিক ভারসাম্যহীন রুগীর কাছে এই গাছ রাখলে, তার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।

দিশা – এই গাছ থেকে ভালো ফল পেতে সর্বদাই বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে লাগাতে হবে। বাড়ির টেবিলের উপরের রাখা যেতে পারে গাছটি। এই স্পাইডার প্লান্ট যেমন অশুভ শক্তি দুর করে, সেরকম শুভ শক্তি ধরে রাখে ।

দুর্ভাগ্য- বাড়িতে এই গাছ লাগালে সর্বদাই খেয়াল রাখতে হবে, যেনো গাছ শুকিয়ে না যায়। সর্বদা জল দিয়ে পরিচর্যা করতে হবে। এছাড়া বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে কখনোই এই গাছ লাগানো উচিত না ।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী এই প্রতিবেদন লেখা। ব্যক্তি বিশেষে এর ফল ভিন্ন হতে পারে।