বর্ষাকালে বৃষ্টির জমা-জল, জঙ্গল, সবকিছু মিলিয়ে মশাদের উপদ্রব যেন বেড়েই চলে, বাড়িতে টেকা দায় হয়ে যায় মশার জ্বালায়; রাত্রিবেলা ‘মশারি’ ছাড়া শোয়াই যায় না। বিভিন্ন বাড়িতে মশা তাড়ানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে; তার কিছু কাজ দেয় কিছু আবার দেয় না! কিন্তু বিশেষ ক’টি গাছ আছে যার লাগালে, বাড়ির চারপাশ থেকে মশা উধাও হয়ে যেতে বাধ্য! দেখে নিন সেই গাছগুলি কি কি।
১)অ্যালোভেরা গাছ- অনেকেই বাড়ির টবে অ্যালোভেরা গাছ বসিয়ে থাকে; ত্বকের যত্নে অ্যালোভেরা গাছ খুবই উপকারী। এই গাছ কিন্তু ত্বক চর্চার পাশাপাশি বাড়িতে মশার উপদ্রবও কমায়।
২)তুলসী গাছ- প্রতিটি ‘হিন্দু’ বাড়িতেই এর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। নারায়ণের রূপে তুলসীকে পূজা করা হয় প্রতিটি হিন্দুবাড়ি তে। বাড়ির চারপাশ পরিস্কার করে, যদি কয়েকটি তুলসী গাছ লাগানো যায়, তাহলে তা মশার উপদ্রব থেকে রেহাই দেয়, এ ছাড়া তুলসীর গন্ধে বেশিরভাগ সময়ে মশা দূরে চলে যায়।
৩)রোজমেরি- ইনডোর প্লান্ট হিসেবে অনেকেই রোজমেরি গাছ লাগিয়ে থাকে; তাই ইন্ডোর প্লান্ট হিসেবেও যদি রোজমেরি গাছ লাগানো যায়, তাহলে এটি বাড়ির ভিতরে মশার উপদ্রব কমায়।
৪)লেমন গ্রাস- এই গাছের গন্ধে বেশিরভাগ সময়ে মশা দূরে চলে যায়। এছাড়াও গরম জলে যদি এই গাছ ফেলে ঘর মোছা যায়, তাহলে এটি মশার বাড়বাড়ন্ত কমিয়ে তোলে।
৫)পুদিনা গাছ- পুদিনা পাতা এমনিতেই বেশ উপকারী,স্বাস্থ্যের জন্য। সকালবেলা যদি পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে খাওয়া যায, তাহলে এটি শরীর থেকে সমস্ত টক্সিক বের করে দেয় এবং ভেতর থেকে ‘ত্বক’, ‘চুল’এর জেল্লা বের করে। এইসবের পাশাপাশি এটি বাড়িতে থাকলে মশার উপদ্রবও কমিয়ে তোলে।