Vastu tips: সংসারে সুখ শান্তি বজায় রাখতে ও আর্থিক সমস্যা দূর করতে ঘরের অন্দরে এইভাবে রাখুন মানিপ্লান্ট

বাড়ির অন্দর-সজ্জায় ইনডোর-প্লান্ট(indoor plant) হিসেবে মানিপ্লান্টের জুরি মেলা কিন্তু ভার। এই গাছ অদ্ভুতভাবে মাটি ছাড়াও শুধুমাত্র জল দিয়েই দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকে।

বাস্তু মতে মানিপ্লান্ট অনেকগুলি শুভশক্তির অধিকারী। যার ফলে ঘরের বিভিন্ন জায়গায় এই গাছ লাগালে অনেক উপকারিতা পাওয়া যায়। ঘরের ইন্টেরিয়র(Interior) ডেকোরেশনে অন্যান্য জিনিসের বদলে মানিপ্যান্টের মতো  ইনডোর প্লান্ট দিয়ে যদি সাজানো হয়, সেক্ষেত্রে চমৎকার ফলপ্রদ হবে সেটি। শোয়ার ঘরের দক্ষিণ পূর্ব বা উত্তর দিক করে যদি এই গাছ রাখা যায় তাহলে এটি বেশ শুভ। যেমন, যদি উত্তর-পূর্ব দিকে শোয়ার ঘরে মানিপ্লান্ট গাছ লাগানো যায়, তাহলে এটি মুক্ত বাতাস টেনে আনে যাতে ঘরের অক্সিজেন সরবরাহ খুব ভালো হয়।

এটা ছাড়াও যদি দক্ষিণ মুখ করে এই গাছ রাখা যায় তাহলে, সেটি বাড়ির অর্থ সমৃদ্ধিতে সাহায্য করে। বাস্তু মতে বলে, মানিপ্লান্ট শুধুমাত্র শোয়ার ঘর ছাড়াও যদি গোটা বাড়িতে আরো তিন-চারটে রাখা যায় তাহলে এটি মানসিক অবসাদ সরিয়ে সংসারে সুখ ও শান্তি নিয়ে আসে। এই গাছ ঘরে বসানো হলে সেটি ঘরের মধ্যে থেকে অশুভ শক্তিকে বের করে শুভ শক্তির  আগমন ঘটায়।

তবে নিয়ম নীতি মেনেই অর্থ লাভ হোক বা সাংসারিক সমৃদ্ধি, যা কিছুর জন্যই এই গাছ লাগানো হোক না কেন এই গাছের পাতা কিন্তু বেশ বিষাক্ত। এই জাতীয় গাছের পাতা একবার পেটে গেলে তা ভয়ংকর হয়ে উঠতে পারে তাই ঘরের খুদে সদস্য কিম্বা প্রিয় পোষ্যের থেকে কিছুটা দূরে অর্থাৎ তাদের নাগালের বাইরে রাখায় শ্রেয়।