আজকাল জনপ্রিয়তা পাওয়ার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। নিজেকে সারা বিশ্বের কাছে মেলে ধরতে সকলেই এখন সোশ্যাল মিডিয়াতে নিজেদের পরিচিতি সৃষ্টি করছে। যেহেতু সোশ্যাল মিডিয়ার দর্শক সংখ্যা বেশ ভালো, তাই অতি সহজেই জনপ্রিয়তা পাওয়া যাচ্ছে। যে যা জানে নাচ, গান সবকিছু দিয়েই ভরিয়ে তুলছে সোশ্যাল মিডিয়ার পাতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় পাঁচ সুন্দরী যুবতীর দুর্দান্ত নৃত্য উপস্থাপনা, সকলের নজর কাড়লো। ভিডিওটিতে দেখা গেছে, জনপ্রিয় লোকগীতি ‘শাল তলে বেলা ডুবিল’তে শাড়ি পরে ওই যুবতীরা, সবুজে ঘেরা পরিবেশে দুর্দান্ত নৃত্য উপস্থাপনা করেছে। স্বাভাবিকভাবেই নেটিজেনদের নজর কেড়েছে ওই সুন্দরী যুবতীরা।
সূর্যাস্তের সময় তাদের এরূপ দৃশ্য আরো অধিক জনপ্রিয় করে তুলেছে। তাদের ওই ভিডিওটিতে কারুর পরনে ছিল লাল শাড়ি লাল ব্লাউজ, কেউবা পরেছিল হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ। এর সাথে তারা মানানসই গয়না, কোমর বন্ধনী, আলতা সবকিছুই পরেছিলেন।
ইউটিউবে ‘ঘুঙরু ডান্স স্কুল’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি তুলে ধরা হয়েছিল। প্রায় ৫৩ হাজার ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ওই ভিডিও। ৫০০ জন ভিডিওটি পছন্দ করেছে। প্রত্যেকেই তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।