টেলি ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় জুটি নীল-তিয়াসা। জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের মাধ্যমে তাদের জুটি জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছিল। আবারো তারা একসঙ্গে জুটি বাঁধলেন স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ নামক সিরিয়ালে। ফের দর্শকদের প্রিয় জুটিকে একসাথে দেখে, দর্শকদের যে মনস্কামনা পূর্ণ হয়েছে তা বলা বাহুল্য।
বাংলা মিডিয়াম সিরিয়ালের শুটিং চলার পাশাপাশি শীতের মরসুমে পিকনিকের আমেজে মেতেছেন নীল-তিয়াসা দুজনেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মন মাতানো রিলসের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন তারা। মিকা সিংয়ের গাওয়া জনপ্রিয় ভাইরাল (viral) গান ‘Hawa hawa’ তে নাচতে দেখা গেছে তাদের দুজনকে। পিকনিকে গিয়ে রীতিমতো অন্যরকম মুডে নিজেদেরকে সাজিয়ে তুলেছে তারা।
‘Hawa hawa’ গানে রিলসের বানানোর সময় তিয়াসার পরনে ছিল পার্পেল রঙের টপ এবং প্যান্ট সাথে সাদা রঙের ব্রালেট। অপরদিকে নীল পরেছিলেন সবুজ রঙের শার্ট এবং সবুজ রঙের প্যান্ট। ভিডিওটি শ্যুট করার পর, নিজের ইনস্টাগ্রামে তিয়াসা তুলে ধরেছিল সেটি। এর সাথে ক্যাপশন জুড়েছে, “হাওয়া হাওয়া ইন পিকনিক”। এর সাথে তিনটে আগুনের ইমোজি জুড়েছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই দর্শকদের মন আনন্দে ভরে গেছে তাদের দুজনকে এইভাবে দেখে।
View this post on Instagram
গোটা ভিডিও জুড়ে নেটিজেনদের নানান মন মাতানো মন্তব্য এসে জড়ো হয়েছে। কেউ বলেছে, “ওয়াও” কেউ আবার বলেছে, “আবার
শ্যামা-নিখিল একসঙ্গে”।