আধুনিক বিশ্বে মানুষের সর্বক্ষণের সঙ্গী সোশ্যাল মিডিয়া। যার মাধ্যমে সারাদিনের কাজের ফাঁকে, একটু নিজের মতো করে আনন্দ পাওয়া যায়। তাই বর্তমানে সারাদিনের ব্যস্ততা থেকে একটু সরে এসে, সাধারণ মানুষ ব্যস্ত হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের সামনে উঠে আসে নানা ঘটনা। কখনও মজাদার, কখনও বিস্ময়কর আবার কখনও শিক্ষণীয় বিষয়।
তবে অনলাইন মাধ্যমে বাঁদরের কীর্তি দেখে বেশ আনন্দ পেয়েছেন সকলেই। ‘মাঙ্কি কাকা’ (Monkey Kaka) নামের এক ইউটিউব চ্যানেলে ভিডিওটি ‘ভাইরাল’ (Viral) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক বাচ্চার সাথে খেলতে ব্যস্ত বাঁদরটি! জানা গিয়েছে, ছোট থেকেই সে ওই পরিবারের সদস্য, এখন সে পরিবারের একজন হয়ে উঠেছে। আবার খেলতে খেলতে, হাতে কাপড় নিয়ে জানলা পরিষ্কার করতেও দেখা গিয়েছে বাঁদরটিকে। পরিবারের লোক বাঁদরটিকে নাম দিয়েছে কাকা। ‘কাকা’ (Kaka) বললেই সে সবার কাছে ছুটে ছুটে যাচ্ছে।