বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। সাধারন মানুষ ছাড়াও পশুপাখিদেরও নানান কর্মকান্ড এই সোশ্যাল মিডিয়ার পাতাতে উঠে আসে, যা দেখে সাধারণ মানুষের একঘেয়েমি জীবনে কিছুটা হাসির ছন্দ উঠে আসে। সম্প্রতি এমনই এক পড়ুয়া বাদুড়ের কাহিনী উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে, যেখানে স্কুলের অন্যান্য পড়ুয়ার সঙ্গে পড়তে আসে একটি বাঁদর। ভাইরাল হাওয়া ভিডিওতে দেখা গেছে প্রথম বেঞ্চে বসা পড়ুয়াদের পাশে বাঁদরটি বসে আছে এবং খাতার দিকে মনোযোগ সহকারে দেখছে। এর আগেও অবশ্য একাধিকবার ক্লাসে ওই বাঁদরের দেখা মিলেছিল, তখন সে পিছনে বসে লম্পঝম্প করতো।
In #Jharkhand‘s #Hazaribagh a #wild langoor attends a government school along with other students. pic.twitter.com/3ikzQ4Ja5P
— Deepak Mahato (@deepakmahato) September 15, 2022
টুইটারে ‘দীপক মাহাতো’ নামে এক ব্যক্তি এই ভিডিওটি শেয়ার করেছে, এর সাথেই তিনি মজাদার ক্যাপশন দিয়েছেন ‘স্কুলে নতুন ছাত্র’। ভিডিওটি স্বাভাবিকভাবেই অধিক জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে। এর মধ্যেই টুইটারে একজন মন্তব্য করেছে “নিট (NEET) ক্লিয়ার করেছে, এরপর পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল পেলেই ডাক্তারি কলেজে পড়াশোনা শুরু করবে”।