শাড়ি পড়েই প্রকাশ্য রাস্তায় তীব্র শরীরী মোচড়ে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

করোনা পরিস্থিতির জন্য প্রায় দেড় বছর পরে স্কুল কলেজ খুলেছে। ইদানিং স্কুল ড্রেসে অনেক ছেলে-মেয়ের বিভিন্ন ধরনের প্রতিভার ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। সেরমই একটি স্কুল ছাত্রীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি অনেকদিন আগের হলেও ফের নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ধূসর রঙের শাড়ি পরে রাস্তার মাঝে জীবনাস্টিক স্টাইলের মাধ্যমে মেয়েটি নাচলেন। শাড়ি পরে সামান্য কাজ করতেই খুব সমস্যা হয় কিন্তু মেয়েটি এত সুন্দর নাচলেন যা দেখে স্তভিত নেটিজেনরা। এটি যে প্রশিক্ষন প্রাপ্ত নাচ তার মুভস গুলি দেখেই বোঝা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Mili Sarkar (@milisarkar72)

রানীগঞ্জের মেয়ে মিলি সরকার একজন জীবনাস্টিক। দেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় জিতে সোনার পদক ও এনে দিয়েছেন। তার সাথেই পর্যাপ্ত নাচের প্রশিক্ষন ও নিয়েছেন ছোট থেকে। নাচ ও জীবনাস্টিক কে একসাথে দেখানোই তার মূল লক্ষ্য।