একটি অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘ ইন্ডিয়ান আইডল ১২’। এই সিজনের প্রতিযোগিরা প্রথম থেকেই দর্শকদের জন্য সুন্দর সুন্দর গান গেয়ে তাদের মন জয় করেছেন। কিন্তু এই সিজনের নজরকাড়া দুই প্রতিযোগী হলেন অরুনিতা (Arunita kanjilal) ও পবনদ্বীপ (Pawandeep Rajan)। ফ্যানেরা সাধ করে এই জুটিকে নাম দিয়েছেন ‘ অরুদ্বীপ ‘। যা একজন ট্রেন্ডিং হ্যাশট্যাগ এ পরিণত হয়েছে। ’ইন্ডিয়ান আইডল ১২’ র মঞ্চ থেকে সারা দুনিয়ায় এমনকি দেশে বিদেশে ও ছড়িয়ে পড়েছে তাঁদের জনপ্রিয়তা।
সম্প্রতি এই জুটিকে ফের একসঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা গেল। এদিন কোন এক অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে উপস্থিত হয়ে গানের মঞ্চ জমিয়ে তুলেছিলেন। একসঙ্গে গান গেয়ে মাতিয়ে দিয়েছিলেন স্টেজ। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘ আগমনী স্টুডিও লাইভ’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে অরুনিতা কে দেখা যাচ্ছে ‘ আগার তুম সাথ হো ‘ গাইতে। এর পরেই তাঁর সাথে যোগ দেন পবনদ্বীপ। ‘অরুদ্বীপ’ জুটি আরো একবার নিজেদের সঙ্গীত প্রতিভা দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। তাঁদের পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের। ইতিমধ্যে প্রায় আট হাজার মানুষ তাঁদের গানের ভিডিওটি পছন্দ করে ফেলেছেন।
বঙ্গকন্যা অরুনিতা (Arunita Kanjilal) যেমন মিষ্টি দেখতে তেমনি তাঁর গানের গলা ও মিষ্টি। অন্যদিকে পাহাড়ি ছেলে পবনদ্বীপ রাজন (Pawandeep Rajan) র ও সঙ্গীত প্রতিভা ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। জয়ের শিরোপা পবনদ্বীপ এর মাথায় উঠলেও বর্তমানে গানের জগতে দুজনেই খুব জনপ্রিয় হয়ে উঠেছেন।
বঙ্গকন্যা অরুনিতা (Arunita Kanjilal) যেমন মিষ্টি দেখতে তেমনি তাঁর গানের গলা ও মিষ্টি। অন্যদিকে পাহাড়ি ছেলে পবনদ্বীপ রাজন (Pawandeep Rajan) র ও সঙ্গীত প্রতিভা ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। জয়ের শিরোপা পবনদ্বীপ এর মাথায় উঠলেও বর্তমানে গানের জগতে দুজনেই খুব জনপ্রিয় হয়ে উঠেছেন।