বাংলাদেশের জনপ্রিয় লেখক রোকনুজ্জামান খানের এর লেখা ‘হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম’ আজকের দিনেও এই ছড়া সমানভাবে জনপ্রিয়। এখনকার দিনের মায়েরা তাদের সন্তানদের সঙ্গে খেলতে খেলতে এই ছড়াগুলি বলে থাকেন। ব্যতিক্রমী নন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তিনি ও তার ছোট্ট ছেলে কৃশিবের সঙ্গে আদর করে খেলতে খেলতে এই ছড়াটি বলছেন।
View this post on Instagram
করোনা মহামারীর চাপে সামাজিক বিয়ে না করতে পারলেও গত বছরই সন্তান প্রসব করেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র রেজিস্ট্রি ম্যারেজ করে কিছু মাসের মধ্যেই সন্তান প্রসব করেন তিনি। ভালোবেসে সন্তানের নাম রেখেছেন কৃশিব। ছেলে একটু বড় হওয়ার পর ওয়েব সিরিজ ‘পাপ’ এর অন্তিম পর্ব শুটিং করেছেন অভিনেত্রী। একদিকে যেমন শুটিং অন্যদিকে ছেলে দু’জনকেই সমানভাবে ব্যালেন্স করে চলেছেন পূজা।
View this post on Instagram
জানা গেছে, স্বামী কুনাল বর্মা ও পুত্র কৃশিবকে নিয়ে মায়া নগরী মুম্বাইয়ে ফিরে গেছেন তিনি। কলকাতায় থাকার সময় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন মা হওয়ার পর তার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছে। জীবনে দুটি ইচ্ছা ছিল তার এক সন্তান দুই মনের মতো সংসার। অভিনেত্রী আরও জানিয়েছেন তিনি আজও তার সন্তানকে বুকের দুধ খাওয়ান। এবং সন্তানকে নিজের হাতে খাবার-দাবার খাওয়ান। সেইসঙ্গে সন্তানের জন্য ভেবে নিজেও বেশি খাওয়া-দাওয়া করেন। অবশ্য খুব শীঘ্রই নাকি সেই পুরনো হট অবতারে ফিরতে চলেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।