বোল্ড পোশাকে ‘দিঠি’র সাথে জমিয়ে নাচ ‘জুন আন্টি’র, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

স্টার জলসা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’। সন্ধ্যা হলেই বাড়ির মা ঠাকুমারা বসে পড়েন টেলিভিশনের সামনে। শ্রীময়ী ধারাবাহিকে জুন আন্টি চরিত্রের জন্য জনপ্রিয় উষসী চক্রবর্তী। অন্যদিকে শ্রীময়ীর মেয়ের চরিত্রে দিঠি অর্থাৎ সকলের ভীষণ পরিচিত মুখ ঐশী ভট্টাচার্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জুন আন্টি ও দিঠিকে একসাথে নাচ গান করতে দেখা যাচ্ছে।

জনপ্রিয় হিন্দি গানের তালে তালে একসাথে নাচ করছেন জুন আন্টি ও দিঠি। পর্দার গল্পে যতই জুন আন্টি কে অপছন্দ করুক দিঠি, বাস্তবে জনান্তিকে ভালো না লেগে উপায় নেই দিথির। বাস্তবে খুবই মজার মানুষ জুন আন্টি অর্থাৎ উষসী চক্রবর্তী। শুটিংয়ের ফাঁকে মজা করতে ভালোবাসেন উষসী। ‘তুম পেহেলি বার মে দিবানা কার গায়ে’ হিন্দি গানে একটি কালো রঙের পোশাক পরে লিপ ও নাচ করছেন সকলের প্রিয় উষসী।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Time (@tolly_time) 

অন্যদিকে লাল রং এর একটি শাড়ি পড়ে ‘মিলা মিলা মিলা কহি মিলা মিলা’ হিন্দি গানে নাচতে দেখা যাচ্ছে দিঠিকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ উষসী ও দিঠি। দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। শ্রীময়ী ধারাবাহিকের সেটে এই দুই অভিনেত্রীর মজা, আনন্দ ,হুল্লোড় প্রমাণ করে পর্দায় শ্রীময়ীর গল্পে রাগ,অভিমান, কথা কাটাকাটি দিয়ে জমতে থাকলেও পর্দার বাইরে একে অন্যের সঙ্গে কেমিস্ট্রি যে খুবই ভালো তা আর বলার অপেক্ষা রাখে না।