বাজারে কয়েকটা সব্জি কিনতেই মাথায় হাত রাখীর, সবজি না কিনেই ফিরে গেলেন ড্রামা কুইন

সর্বদাই তার স্পষ্ট বক্তব্যের জন্য বিতর্কের শীর্ষে থাকেন বলিউডের গসিপ কুইন রাখি সাওয়ান্ত। কিছুদিন আগেই তিনি বিগ বস ১৪ সিজনের প্রতিযোগী হিসেবে এই রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেছিলেন এবং এরপর রাখি ১৪ লক্ষ টাকা নিয়ে বিগ বসের ঘর ছেড়ে ছিলেন। রাখি বলিউডে কন্ট্রোভার্সিয়াল কুইন হিসেবে ও বেশ জনপ্রিয়। অভিনেত্রী রাখি সাওয়ান্ত মাঝে মধ্যেই খুব সহজেই নিজের অদ্ভুত কান্ডকীর্তির মাধ্যমে পাপারাৎজিদের আকর্ষন নিজের দিকে করে নেন তিনি। তবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাখির বেশ বড়সরো ফ্যান ফলোইং ও রয়েছে। তাই অভিনেত্রী নিজের অনুগামীদের উদ্দেশে মাঝে মধ্যেই তার বিভিন্ন ছবি ও অদ্ভূত কান্ড কলাপের ভিডিও শেয়ার করে থাকেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে।

সম্প্রতি রাখি এই রকমই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই প্রথম নয়, অভিনেত্রী এর আগেও মাঝে মধ্যেই তার অদ্ভুত সব কান্ডকলাপের জন্য সর্বদা লাইমলাইটে থাকেন তিনি। আর এইবার ও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি অভিনেত্রী নিজের গাড়িতে ওঠার আগে তার আশেপাশের কোথাও কোনো বাজার আছে কি না! জানতে চাইলেন। এরপর রাখিকে ঘিরে থাকা পাপারাৎজিরা তাঁকে বাজারের পথ দেখিয়ে দিলেন আর সেখানে গিয়ে শুরু হয়ে গেলো রাখির নতুন ড্রামা, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর তা নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এরপর পাপারাৎজিদের দেখানো পথ অনুসরণ করে রাখি বাজারে গিয়ে সব্জির দোকানের সামনে উপস্থিত হয়ে একের পর তার প্রয়োজনীয় সব্জি অর্ডার করতে করলেন। এরপর সবজির দোকানদার যখন অভিনেত্রীর অর্ডার করা সবজিগুলির ওজন করতে শুরু করলেন, সেই সুযোগে রাখি ক্যামেরার সামনে পাপারাৎজিদের সঙ্গে নানান কথোপকথনে ব্যস্ত হয়ে পড়লেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের মজার কান্ডকলাপের সঙ্গে রাখি তার মাস্ক পড়ার বিষয়টি ও শেয়ার করলেন সকলের সঙ্গে। এই সমস্ত বিষয়ের পর অভিনেত্রী তার অর্ডার করা সবজিগুলির দাম কত হয়েছে জানতে চাইলে! সব্জিওয়ালা রাখি অর্ডার করা সবজির মূল্য ১৬৫০ টাকা জানালে সেই শুনে অভিনেত্রী অবাক হয়ে যান, চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়ে যায় রাখির আর এরপর অভিনেত্রী বলেন ওই সব্জিওয়ালা তাকে ঠকানোর চেষ্টা করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আসলে রাখির মতে এত টাকার সব্জি তিনি কেনেননি। সব্জিওয়ালা বলা দাম শুনে সমস্ত সব্জি ওই দোকানে রেখে দিয়েই, রাখি সোজা তার গাড়িতে গিয়ে উঠে বসেন। তার মতে তিনি খুব বেশি হলে ৫০০ টাকার সব্জি অর্ডার করেছেন আর সেখানে ওই সব্জিওয়ালা তার দাম বলছেন ১৬৫০ টাকা, রাখি মতে এত বেশি টাকার সব্জি তিনি অর্ডার করেননি। তাই ওই সব্জি দোকানদারের বলা দাম শুনে রীতিমত রাখি রেগে যান এবং বলেন, ওই সব্জি দোকানদার তাঁকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। অভিনেত্রীর এই কাণ্ডের ভিডিও নেট দুনিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।