অতিমারির কারণে এখন বাংলায় চলা লকডাউনে টলিপাড়ার শুটিং পর্ব সম্পূর্ন বন্ধ থাকায় অভিনেতা-অভিনেত্রীরা বাড়িতেই নিজেদের ছুটি উপভোগ করছেন। শুটিং পর্ব চলাকালীন নিজেদের জন্য বিন্দুমাত্র সময় পাননা তাঁরা। তাই এবার বাড়িতে বসে ছুটি উপভোগ করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। তবে শুধু অভিনয় নয়, এর পাশাপাশি তিনি নাচে ও বেশ পারদর্শী।
তাই নিজেকে উজ্জীবিত রাখতে অভিনেত্রী নিজের বাড়ির ছাদেই শর্ট প্যান্ট পরে, পুরোনো হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে মুগ্ধ করলেন নেটিজেনদের। তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা নিমেষে ভাইরাল হয়েছে গিয়েছে নেট পাড়ায়। অভিনয়, নাচ ছাড়াও ঘুরতে ও বেশ পছন্দ করেন তিনি। যদিও কিছুদিন আগেই কালো শাড়ী পরে নেচে অনুগামীদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। এবার পাশ্চাত্য পোশাকে, বেশ অত্যাধুনিক নাচের স্টেপে বিভিন্ন অঙ্গ- ভঙ্গির মাধ্যমে পুনরায় ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
২০০৯ সালে ‘দুর্গা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে টলিউডের যাত্রা শুরু করেন সন্দীপ্তা। চলচ্চিত্রের জগতে শুরু দিকেই, সেই বছরই টেলি সম্মানের তালিকায় তিনি সেরা ডেবিউ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর পাশাপাশি সেরা অভিনেত্রী হিসেবে একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। ‘দুর্গা’ ধারাবাহিক থেকে শুরু করে ‘টাপুর টুপুর’ টেলি সিরিজে টাপুরের ভূমিকায় এবং এরপর ‘তুমি আসবে বলে’ সিরিয়ালে অভিনেতা রাহুলের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
ছোটো পর্দায় রাহুল এবং সন্দীপ্তা জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। রুপোলি পর্দায় নিজের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের জগতে পাকাপাকি ভাবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।