বর্তমানে রূপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা। হিন্দি টেলি সিরিজে অসাধারণ অভিনয়ের মাধ্যমে বলিউডে ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। এখন স্টারপ্লাস পরিচালিত মেগা ধারাবাহিক ‘অনুপমা’ সিরিয়ালটিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন চক্রবর্তী বাড়ির পূএবধূ মাদালসা।
এই সিরিয়ালে অভিনয়ের সুবাদেই সেরা অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছেন তিনি। অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী হলেন মাদালসা। অভিনেতার ছেলে মহাক্ষয় চলচ্চিত্রের জগতে কেরিয়ার গড়ে তুলতে চাইলেও তিনি ব্যর্থ হন। তাই এবার শ্বশুরের স্বপ্নপূরণ করছেন তাঁর বৌমা। হিন্দি ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকমহলে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী।
তাই বর্তমানে তাঁর ফ্যানফলোইংও প্রচুর। অনুগামীদের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। সামাজিক মাধ্যমে তার অনুগামীদের সংখ্যা ইতিমধ্যেই ৬ লক্ষ ৫০ হাজারের কাছাকাছি হয়ে গিয়েছে। মাদালসার বিভিন্ন অ্যাক্টিভিটি দেখার জন্য তার ফ্যানরা অপেক্ষা করে থাকেন। তাই নিজের অনুগামীদের মন রাখতে মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।
View this post on Instagram
সম্প্রতি মাদালসা নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন, যেখানে লাফিয়ে-ঝাঁপিয়ে নাচের বিভিন্ন অঙ্গভঙ্গিতে ইংরেজি গানের সঙ্গে তাল মিলিয়ে কোমর দোলালেন মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর কমেন্ট বক্স মাদালসার প্রশংসায় ভরে ওঠার পাশাপাশি ভিডিওটি গোটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।