ছোটোপর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন মনামি ঘোষ। তবে শুধু অভিনেত্রী নন, এর পাশাপাশি তিনি একজন অসাধারণ নৃত্য শিল্পীও। অভিনেত্রী কিছুদিন আগে “গেন্দা ফুল” গানের সঙ্গে নেচে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। নিজের নাচের মাধ্যমে বরাবর দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সম্প্রতি আবার অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, বলি তারকা দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং শাহিদ কাপুর অভিনীত “পদ্মাবত” ছবির “নেয়নো ওয়ালেনে” গানটিতে গারোলাল রঙের পোশাকে, খোলা চুলে, সিম্পল মেকআপে, ফাঁকা ও খালি প্রান্তরে ছুটতে ছুটতে, মুখের বিভিন্ন অঙ্গ-ভঙ্গীতে, আবেদনময়ী চোখে অভিনেত্রী ভিডিওটি শুট করেছেন।
এই ভিডিওটিকে অভিনেত্রী নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। তার এই ভিডিও দেখে নেটিজেনরা সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন। ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা পছন্দের লাইক ও পেয়ে গিয়েছে। এছাড়াও এই ভিডিওতে ওপার বাংলা থেকে অভিনেত্রীর অনুগামীরা তাকে কমেন্ট করে ভিডিওটির প্রশংসা করেছেন এবং তার আরো সাফল্য কামনা করেছেন। মনামির প্রচুর অনুগামী রয়েছে ওপার বাংলাতেও। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন।
মনামি নিজের ফ্যানদের জন্য মাঝে মধ্যেই নিজেকে বিভিন্ন লুকে ভিন্ন ভিন্ন গানে নাচের ভিডিও বানিয়ে তা নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন। অভিনেত্রীর অনুগামীরাও বসে থাকেন তার বিভিন্ন লুক এবং নাচের ভিডিও দেখার জন্য। তাই অভিনেত্রী নিজের ফ্যানদের মাঝে মধ্যেই খুশি করে থাকেন। এর পাশাপাশি মনামি খুব ভালো করেই জানেন কি ভাবে নিজের অনুগামীদের সংখ্যা বাড়াতে হয়। অভিনেত্রীর এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা ভাইরাল হওয়ার পাশাপাশি তার অনুগামীদের সংখ্যাও চড় চড়িয়ে বেড়ে গিয়েছে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকাদের দৈনন্দিন জীবনের প্রায় সবখবরই তাদের ফ্যানরা জানতে সক্ষম হয়ে থাকে। সামাজিক মাধ্যম এখন তারকাদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে নিজেদের প্রতিভা তুলে ধরার এক বড় মাধ্যম হয়ে উঠেছে। সম্প্রতি ভাইরাল হওয়া অভিনেত্রী মনামির এই ভিডিওটি দেখে নেট দুনিয়ার সকলেই তার নাচের প্রশংসা করার পাশাপাশি তার আরো অনেক সাফল্য কামনা করেছেন। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসে খুব সহজে দ্রুত বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা সকলেই অবগত হয়ে থাকি।