রুপোলি পর্দার অন্যতম সুন্দরী ও খ্যাতনামা অভিনেত্রী হলেন সোহিনী সরকার। বর্তমানে সকলের কাছেই খুবই জনপ্রিয় এক মুখ তিনি। টেলিভিশন জগতে কাজের সূত্র ধরেই, বড় পর্দায় বা অভিনয় জগতের যাত্রা শুরু করেন সোহিনী। বর্তমানে টলিউডের বিভিন্ন ছবি ও ওয়েব সিরিজগুলিতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। তবে টলিউডের এই সুন্দরী অভিনেত্রী তার রূপ সৌন্দর্যের পাশাপাশি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন সোহিনী সরকার।
অভিনেত্রীর এমন অপরূপ রূপ অন্য দিকে অসাধারণ অভিনয় দক্ষতা সব মিলিয়ে ছেলেদের মনের অন্যতম ড্রিম গার্ল হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার একটি বড়সর ফ্যান ফলোইংও রয়েছে। কিন্তু সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামের পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে সম্পূর্ণ বাঙালি নারী রূপে সাবেকিয়ানায় ভরপুর তার সুন্দর লুকটি তিনি ক্যামেরার সামনে তুলে ধরলেন।
সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা এই লুকটির ভিডিও নববর্ষ উপলক্ষে। এই ভিডিওটিতে সোহিনীকে লক্ষ্য করা গেলো এক সাদা ও লাল গরদের শাড়ী পরে, নিজেকে সম্পূর্ণ অক্সিডাইজের গয়নায় সাজিয়ে, কপালে লাল বড় টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক এবং খোলা চুলে, সিম্পল ম্যাকআপ লুকে, চোখের উষ্ণ চাউনিতে, বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে ভিন্ন ভিন্ন স্টাইলে, ক্যামেরা সামনে পোজ দিয়ে একটি মিউজিক ভিডিও শুট করলেন তিনি। আর নববর্ষ উপলক্ষে অভিনেত্রী নিজেকে এই অসাধারন লুকে তুলে ধরেছেন। এই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশানে লিখেছেন, ” মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, শুভ নববর্ষ ১৪২৮..” এর পাশে কয়েকটি ইমোজি যুক্ত করেছেন তিনি।
View this post on Instagram
এর পাশাপাশি তিনি তার এই অসাধারণ লুক, সাজ, ভিডিও এডিটিং, পোশাকের স্টাইল, ফটো, গয়না, এবং মিউজিকের জন্য তার সহকর্মীদের নাম ও উল্লেখ করলেন ভিডিওটির নীচে। অভিনেত্রী এই ভিডিওটি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানালেন। আর সোহিনীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তার এই অসাধারন বাঙালি বধূর রূপটিকে সকলেই বিশেষ প্রশংসা করেছেন। এর পাশাপাশি তার অনুগামীরা ও তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রীর এই ভিডিওটি দেখে নেটিজেনরা সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন। সোহিনী তার বিভিন্ন ফটোশুট, ভিডিও, পোশাক, স্টাইল, এই বিষয় গুলিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার বরাবর লাইম লাইটে থাকেন। বিভিন্ন পোশাকে তার সৌন্দর্য বরাবর তার ফ্যানদের দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি তার ইনস্টাগ্রামে আপলোড করা এই অসাধারন বাঙালিয়ানায় ভরপুর লুকের ভিডিওটি সকলের নজর কেড়েছে।