ইরফান খানের মৃত্যুর দু’বছর পর বলিউডে পা দিলেন বাবিল, অভিনেতার প্রথম ছবির ঝলক ভাইরাল নেটদুনিয়ায়

ভারতীয় চলচ্চিত্র জগতের একজন সফল অভিনেতা ছিলেন ইরফান খান। কিন্তু রোগে আক্রান্ত হয়ে তার হঠাৎ মৃত্যুর কারনবশত বলিউড এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলে। সম্প্রতি অভিনেতার মৃত্যুর পর তার বড় ছেলে বাবিল রূপোলি পর্দায় ডেবিউ করেন। কিন্তু নিজের ছেলের অভিনীত প্রথম ছবিটি দেখার সৌভাগ্য হলনা প্রয়াত অভিনেতা ইরফান খানের। তার ছেলে বাবিল ‘কালা’র নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডের ইন্ডাস্ট্রিতে অভিষেক করলেন।

এই ছবির প্রযোজনায় রয়েছেন অনুষ্কা শর্মা এবং তাঁর দাদা কর্ণেশ শর্মার প্রযোজন সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’। এই ছবিতে অভিনেতা বাবিলের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে, ‘বুলবুল’ ছবিতে অভিনীত জনপ্রিয় নায়িকা তৃপ্তি ডিমরি। আর তাই প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আর অভিনীত প্রথম ছবির এক ঝলক শেয়ার করলেন তার অনুগামীদের সঙ্গে।

আর অভিনেতা বাবিলের পোস্ট করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা বরফে ঢাকা পাহাড়ে কোলে চারিদিকে বিভিন্ন অভিব্যক্তির বহিঃপ্রকাশের মাধ্যমে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের বড় ছেলে বাবিল। এই ভিডিওটি শেয়ার করে বাবিল ক্যাপশানে লিখেছেন, “তৃপ্তি ডিমরি ফিরে এসেছে! (আর খানিকটা আমারও)”। অভিনেতার কথায়, কোনো ছবির মাধ্যমে তাঁকে অভিনয় জগতে ডেবিউ বা ‘লঞ্চ’ করা হচ্ছে এই ধরণের শব্দে তিনি বিশ্বাস করেন না। তার মতে দর্শক ছবিটি দেখে তারপর এই বিষয়গুলি বিচার করবেন।

 

View this post on Instagram

 

A post shared by Babil (@babil.i.k)

আসলে এই গল্পের পটভূমি তৈরি করা হয়েছে, কালা নামক চরিত্রকে কেন্দ্র করে, এই গল্পের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে যে, কালা তার মায়ের হৃদয়ে জায়গা করে নিতে সে আসছে, আর এই ক্ষেত্রে তাকে প্রচুর প্রতিকূলতা এবং লড়াইয়ের সম্মুখীন হতে হবে, আর বহু লড়াইয়ের পর সে তার মায়ের হৃদয়ে বা মনে জায়গা করে নিতে সক্ষম হবে এই গল্পে এই বিষয়টিকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি জনপ্রিয় ছবি ‘বুলবুল’-এর পরিচালক অন্বিতা দত্ত এই ছবির পরিচালনা করেছেন। “নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম” এই ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। এই ছবিতে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। আর এই ছবিতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর সকলেই ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন।