উত্তম বাড়ির বউমা নাচটা বেশ ভালোই করেন। করবে নাইবা কেন? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা যে তিনি। তবে তিনি একটু শর্ট টেম্পর্ড বলা চলে। কথা হচ্ছে দেবলীনা কুমারকে নিয়ে। কিছুদিন আগেই উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার দরুন নানা কারণেই উঠে আসছেন তিনি সংবাদের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ পরিচিত ও চর্চিত বিষয় হয়ে উঠেছেন তিনি বর্তমানে।
দেবলীনা কুমারকে প্রায়শই তার শর্ট টেম্পার এর জন্য ট্রোল হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শরীর চর্চার মধ্য দিয়ে নিজেকে বেশ ফিট রাখতে ভালবাসেন এই অভিনেত্রী। আর মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় তাকে শরীরচর্চার ভিডিও পোস্ট করতেও দেখতে পাওয়া যায়। এমনই এক পোস্টকে ঘিরে কিছুদিন আগেই বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন তিনি। প্রকাশ্যে এক নেট নাগরিকের সাথে তার এই বাকবিতন্ডা চলে বহুদূর। টলিউডের এই অভিনেত্রী মেজাজ হারিয়ে তুই-তোকারি শুরু করেন ফলত ট্রোলের মুখে পড়তে হয় তাকে।
View this post on Instagram
নাচ ভালোবাসেন তিনি। তাই নাচের ভিডিও প্রায়ই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ভাগ করে নেন তার খুশি অনুরাগীদের সাথে। আন্তর্জাতিক খুশি দিবসের দিন তাকে নাচের ভিডিও একটি শেয়ার করতে দেখা যায়। সেখানে ‘কাজরা রে’ গানে নাচ করেন তিনি। শঙ্কর মহাদেবন, জাভেদ আলী,আলিশা চিনইর গাওয়া গানে প্রিন্টেড সাদা শাড়ি ও পিঠ খোলা ব্লাউজে নাচতে দেখা যায় তাকে। আর এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ঘটে বিপত্তি। ট্রোল হতে হয় তাকে। যদিও আজকাল এই ট্রোলের ব্যপারটা সেলিব্রিটিদের জন্য খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
View this post on Instagram
সম্প্রতি দেবলীনা কুমার তার কর্ম ব্যস্ত জীবন থেকে কিছুদিন ছুটি নিয়ে বেরিয়ে পড়েছেন সমুদ্র ভ্রমণে। হট প্যান্ট ও কালো টপে সমুদ্র সৈকতে উত্তাপ ছড়াতে দেখা যায় তাকে পাশাপাশি তাঁর অনবদ্য নাচ মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অদনান সামির গাওয়া গানে নাচতে দেখা যায় তাকে। ‘আয়ে উড়ি উড়ি’ গানে কোমর দোলাতে দেখা যায় তাকে। তার আর সকল নাচের ভিডিওগুলির মতোই মুহুর্তে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ভিডিওটিও। প্রাক্তন ছবির হাত ধরেই তার অভিনয় জগতে হাতেখড়ি হয়।তারপরে তিনি অভিনয় করেছেন একের পর এক বাংলা ছবিতে। গোত্র, হামির মতো ছবিতেও দেখা গিয়েছে তাকে। এই সব কিছুর পাশাপাশি গৌরব চট্টোপাধ্যায় এর সাথে বিয়ের কারনে আরও বেশি লাইমলাইটে রয়েছেন তিনি এই মুহূর্তে।