BHOJPURI VIDEO : বন্ধ ঘরে হটবম্ব রিংকু ঘোষের শরীরী উত্তেজনায় নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স করলেন নিরাহুয়া, ভাইরাল ভিডিও

Written by TT Desk

Published on:

আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। বিশেষ করে বর্তমানে আট থেকে আশি সকলের পছন্দ ইউটিউব। বিনামূল্যেই এইখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। তবে আজকাল এই ইউটিউব দুনিয়াতে সবচেয়ে বেশি ট্রেন্ডি বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। বলিউডের পাশাপাশি আজকাল লাইম লাইটে আসছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। ইউটিউবে এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমাতে কয়েক মিলিয়ন করে ভিউ থাকে। সংখ্যা দেখলেই আন্দাজ করে নেওয়া যায় যে কতটা জনপ্রিয় এই ইন্ডাস্ট্রি।

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন দীনেশ লাল যাদব। তাঁকে সকলেই নিরাহুয়া নামে চেনেন। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি গোটা ভারতের দর্শকদের কাছে জনপ্রিয়। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। তিনি বেশিরভাগ সময় ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবের সাথে স্ক্রিন ভাগ করে নেন। কিন্তু এবার ভাইরাল মিউজিক ভিডিওতে নিরাহুয়ার সাথে কাজ করেছেন রিংকু ঘোষ।

সুপারস্টার দীনেশ লাল যাদব এবং রিংকু ঘোষ অভিনীত ‘সাইয়া লাইকা নিয়া সুত জালা কোরা মে’ গানটি এখন ইন্টারনেট দুনিয়াতে হইচই ফেলে দিয়েছে। দুজনে বন্ধ ঘরে হানিমুন উদযাপন করতে গিয়ে অনক্যামেরা লজ্জার সীমা অতিক্রম করে নিয়ন্ত্রণ হারিয়েছে। তাঁরা একে অপরের খুব কাছে চলে এসেছে এই ভিডিওতে। গানটি দীনেশ লাল যাদব এবং রিঙ্কু ঘোষের ছবি ‘রাখওয়ালা’-এর। এই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। প্রায় ৩২ কাছাকাছি মানুষ এই ভিডিওটি দেখেছেন। আপনিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Related News