বন্ধ ঘরে হটেস্ট কাজলের শরীরী চাহুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে উষ্ণ রোমান্স খেসারির, ব্যাপক ভাইরাল ভিডিও

খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও কাজলের (Kajal Raghwani) রোম্যান্স-এ ঘুম উড়লো নেটিজেনদের। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে। বলা চলে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকেও।

আর তাইতো এখন এই ইন্ডাস্ট্রিও বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে। আজকালকার যুগে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতি তেমনই কাজল রাঘবানী (Kajal Raghwani) ও খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)-এর চরম রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হয়েছে।

  • Movie: Baaghi- Ek Yodha
  • Song: Mere Siva Tujhe koi Dekhe To Foot Jaye Ankh
  • Cast: খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), কাজল রাঘবানী (Kajal Raghwani)
  • Story: ভিডিওতে খেসারি লাল যাদব ও কাজলকে একসঙ্গে ধামাকাদার নাচে মাততে দেখা যাচ্ছে। বরাবরই দুজনের কেমিস্ট্রি নজর কাড়ে সকলের। এবারেও একইভাবে তাদের কেমিস্ট্রি মনে ধরেছে।
  • ভিডিওতে কাজলের পরণে রয়েছে লেহেঙ্গা চোলি। আর ওদিকে খেসারির পরণে রয়েছে টি-শার্ট ও প্যান্ট।
  • Youtube Channel: Worldwide Records Bhojpuri নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
  • Views: ৩ বছর আগে শেয়ার করা এই ভিডিও এখনও পর্যন্ত ১৯ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় ৭১ হাজার মানুষ।

সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল খেসারি (Khesari Lal Yadav) ও কাজলের (Kajal) এই রোম্যান্টিক ভিডিও।