সানি দেওলের ‘গদর ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দেড় মাস হয়ে গেছে। ছবিটি বক্স অফিসে এখনও আয় করে চলেছে। শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির পরও গদর ২-এর আয়ে তেমন প্রভাব পড়েনি। এখন সানি দেওলের ছবিটি ভারতীয় বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে। ‘গদর ২’ শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি পাঠানকে ছাড়িয়ে গেছে বলে জানা গিয়েছে । ভারতে সানি দেওলের ছবির আয় শাহরুখ খানের সিনেমাকে ছাড়িয়ে গেছে।
পাঠান ছবিটি ভারতীয় বক্স অফিসে মোট ৫২৪.৫৩ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে সানি দেওলের ‘গদর ২’ আয় করেছে ৫২৪.৭৫ কোটি টাকা। ছবিটি সাত সপ্তাহ পরে এই সংখ্যা টি অতিক্রম করেছে। এর সাথে, গদর ২ ভারতে হিন্দি ভাষায় সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হয়ে উঠেছে। উল্লেখ্য, গত মাসের ১১ তারিখে মুক্তি পেয়েছিল ‘গদর ২’। এই ছবিটি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল এবং মুক্তির পর ‘গদর ২’ এক ঝটকায় হয়েছিল সুপারহিট।
#OneWordReview…#Jawan: MEGA-BLOCKBUSTER.
Rating: ⭐️⭐️⭐️⭐️½
A hardcore masala entertainer that’s sure to stand tall in #SRK’s filmography… #Atlee presents #SRK in a massy character and he is 🔥🔥🔥… Move over #Pathaan, #Jawan is here to conquer hearts and #BO, both.… pic.twitter.com/4bwFrBAFYz— taran adarsh (@taran_adarsh) September 7, 2023