২০০২ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। একজন পরিচিত মডেল হওয়ার পাশাপাশি তিনি ভালো অভিনেত্রী ও গায়িকাও। অবশ্য একথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অভিনেত্রীকে যারা চেনেন এই কথা জানা তাদের সকলেরই। উল্লেখ্য, ‘মিস অন্ধ্র বিউটি’র খেতাবও রয়েছে শার্লিনের ঝুলিতে। এই মুহূর্তে অভিনেত্রী নিজের একাধিক ফটোশুট লুকের সূত্র ধরেই পুনরায় নজর কেড়েছেন নেটজনতার একাংশের। টেক্কা দিয়েছেন উরফিকেও।
View this post on Instagram
বর্তমানের অভিনেত্রী হিসাবে সোশ্যাল মিডিয়ার পাতায় আনাগোনা নেহাত কম নয় শার্লিন চোপড়ার। প্রায়ই অভিনেত্রী নিজের একাধিক সাহসী ঝলক ভাগ করে নেন নেটনাগরিকদের একাংশের পাশাপাশি নিজের ভক্তমহলের সাথেও। আর সেইসমস্ত সাহসী ঝলক যে কোনোভাবেই নজর এড়ায় না কারোরই, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এই মুহূর্তে অভিনেত্রীরই শেয়ার করে নেওয়া বেশ কিছু ঝলক ভাইরাল হয়েছে।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram