মায়ের মতোই সুন্দরী ও খুব সাহসী হয়ে উঠেছে আরাধ্যা, ঐশ্বর্য-অভিষেকের মেয়ে, দেখুন এখন এমন দেখতে হয়েছে

নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তার নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমাও। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন এই অভিনেত্রী। একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দা থাকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি, তা নিয়ে কোন সন্দেহই নেই। পর্দায় অভিনেত্রীকে এখনো একঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তমহল।

অভিষেক বচ্চনও বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা। বাবা অমিতাভ বচ্চনের মত সাফল্য অর্জন করতে না পারলেও, বর্তমান সময়ে তিনি একজন অন্যতম সফল অভিনেতা। বিয়ের আগে একসাথে একাধিক ছবিতে অভিনয়ও করেছেন তারা। ২০০৭ সালে ঐশ্বর্যর সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে, নাম আরাধ্যা। নিজেদের সন্তানকে নিয়ে থেকে থেকেই চর্চায় উঠে আসতে দেখা যায় এই তারকা জুটিকে। এবারও তার অন্যথা হয়নি। এই মুহূর্তে আরাধ্যাকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন অভিষেক-ঐশ্বর্যর পাশাপাশি গোটা বচ্চন পরিবার।

এই মুহূর্তে আরাধ্যার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে দেখা গিয়েছে। আর সেই ছবিগুলিতে অভিনেত্রীর কন্যাকে রীতিমতো অতিরিক্ত রিভিলিং পোশাকেই দেখা গিয়েছে। তবে ছোট থেকেই নিজের মেয়েকে অভিষেক ও ঐশ্বর্য খুবই সামলে রেখেছেন। অতিরিক্ত মিডিয়ার সামনে তারা নিজেদের মেয়েকে আনতে খুব একটা পছন্দ করেন না বর্তমানে তার বয়স ১২ বছর। এই ১২ বছরে কখনোই অস্বস্তিজনক পোশাকে নিজের মেয়েকে ক্যামেরার সামনে আনেননি তারা। এর আগে আরাধার যে কটি ঝলক ভাইরাল হয়েছে সেটি কোন অনুষ্ঠানের হোক কিংবা স্কুলের কোন কনসার্টের সবকটিতেই ভদ্র পোশাকেই দেখা গিয়েছে তাকে। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলি যে একেবারেই মিথ্যে নয়, সেকথা বুঝতে বাকি নেই কারোরই।
কেউ রীতিমতো ফটোশপ করে অভিনেত্রী কন্যার ছবি এমনভাবে এডিট করে সোশ্যাল মিডিয়ার পাতায় ছেড়ে দিয়েছেন। ছবিতে শরীর অন্য কারোর হলেও মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে আরাধ্যার ছবি। একটি ছবিতে কালো রঙের একটি ছোট পোশাকে দেখা গিয়েছে আরাধ্যাকে। তবে ছবিটি দেখেই বোঝা যাচ্ছে সেটি সত্যি হতে পারে না। এই ঘটনার সূত্র ধরে বচ্চন পরিবারের কাছ থেকে প্রতিক্রিয়া না মিললেও তারা যে এই বিষয়টি ভালোভাবে মেনে নেননি, সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সম্প্রতি ‘পিআর বলিউড’ নামের ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই এই খবর অধিকাংশের নজর কেড়েছে।