অক্ষরা বা আম্রপালি নয়, এবার নতুন শরীরী উত্তেজনায় নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স পবন সিং, দেখে ঘুম উড়েছে ভক্তদের

পবন সিং (Pawan Singh) ও সাহারের (Sahar Afsha) রোম্যান্স-এ ঘুম উড়লো নেটিজেনদের। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে। বলা চলে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকেও।

আর তাইতো এখন এই ইন্ডাস্ট্রিও বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে। আজকালকার যুগে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতি তেমনই সাহার ও পবন সিং-এর চরম রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হয়েছে।

  • Movie: Ghatak Bhojpuri
  • Song: Tohari Suratiya
  • Cast: পবন সিং (Pawan Singh), সাহার আফসা (Sahar Afsha)
  • Singer: Pawan Singh
  • Story: ভিডিওতে পবন ও সাহারকে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। আর তার মধ্যেই দুজনে ধামাকাদার নাচে মেতেছেন। বলা যায় যে, অভিনেত্রীর কোমরের ঠুমকায় পাগল হয়েছেন সকলেই। ভিডিওতে সাহারের পরণে একেরপর এক শর্ট ড্রেস দেখা যাচ্ছে। আর ওদিকে পবনের পরণে রয়েছে শার্ট ও প্যান্ট। সবুজে ঘেরা পরিবেশে তাদের পারফরম্যান্স থেকে রোম্যান্স সবকিছুই করতে দেখা যাচ্ছে।
  • Youtube Channel: Enterr10 Rangeela নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
  • Views: ২ বছর আগে শেয়ার করা এই ভিডিও এখনও পর্যন্ত ১০ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় ৯২ হাজার মানুষ।

সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল পবন ও সাহারের এই রোম্যান্টিক ভিডিও।