গোলাপি পোশাকে আম্রপালিকে দেখে নিয়ন্ত্রণ হারালেন সমর সিং, তাঁদের রোম্যান্স দেখে লজ্জায় পড়লেন ভক্তরা

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। এবার আম্রপালির সাথে জুটি বেঁধেছেন ভোজপুরি তারকা সমর সিং।

সমর সিং ইন্ডাস্ট্রিতে অনেক হিট ছবিও দিয়েছেন। এদিকে, সমর সিং এবং ইউটিউব কুইন আম্রপালি দুবের একটি খুব রোমান্টিক গান ভাইরাল হচ্ছে। ভোজপুরি গান ‘পাতার কামারিয়া’ আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই গানের ভিডিওতে, সমর সিং এবং আম্রপালিকে মধ্যরাতে ব্যাপক রোম্যান্স করতে দেখা যায় যা দেখে ঘুমহীন রাত কাটাতে হবে আপনাদের। ভিডিওতে অভিনেত্রী হাফ পিঙ্ক পোশাক পরে কোমর ফ্লান্ট করেছেন। ভিডিওটি আপলোড করা হয়েছে সমর ফিল্ম এন্টারটেইনমেন্ট নামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটি প্রায় ৮.৬ লাখ মানুষ দেখেছেন। আপনিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।