বলিউডের পাশাপাশি আজকালকার সময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ছবি গুলির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার ভিডিও। সম্প্রতি ভোজপুরি দুর্দান্ত একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে যা আমাদের প্রতিবেদনের মাধ্যমেই আপনাদের সাথে আলোচনা করবো।
- Song: চাদর পে গাদার (Chadar Me Gadar)
- Singers: পবন সিং (Pawan Singh)
- Cast: পবন সিং ও রানী (Rani)
- Song Story: গানের শুরুতেই নিজের লাস্যময়ী শরীর দোলাতে শুরু করলো রানী। শাড়িতে জাস্ট ফাটাফাটি লাগছিলো তাকে। তা দেখে কার্যত হুঁশ খোয়ানোর অপেক্ষায় পবন। জুটির নাচ ছিল সম্পূর্ণ অন্য মাত্রায়। দুজনের কামুক মুহুর্ত দেখলে আপনার মনেও প্রেম জাগতে বাধ্য। শুধু তাই নয় এই গানে একাধিক যৌন আবেদন মূলক দৃশ্য দেখা গেছে। তাঁদের লাস্যময়ী কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে গোটা নেটবাসীর।
- Youtube Channel: ‘ওয়েভ মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
- Views: কিছু দিন আগেই আপলোড করা এই ভিডিও 37,18,426 জন দর্শক দেখে নিয়েছেন।