ভোজপুরি সিনেমার বর্তমান ১ নম্বর হিরো কে? আপনার কাছে হয়তো বিভিন্ন নায়কের নামের তালিকা আছে। তবে জানেন কি দর্শকদের সবথেকে পছন্দের নায়ক কে? অবশ্যই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আপনাদের জানিয়ে রাখি খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) বহু বছর ধরে অভিনয় করছেন। ভোজপুরি সিনেমায় তার আধিপত্য সবসময়ই খুব বেশি দেখা যায়। ঠিক তেমনই বর্তমানে ভোজপুরী ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো ট্রেনডিং স্টার তিনি। আর আবারো তার একটি পুরোনো অসাধারণ একটি ভিডিও গান ভাইরাল হয়েছে।
- Movie: সেটিংস কারাকে যা (Setting Kara K Ja)
- Song: সেটিং কারাকে যা (Setting Karke Ja)
- Singers: এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব ও গায়িকা খুশবু তিওয়ারি।
- Cast: অভিনেত্রী কাজল রাঘবাণী (Kajal Raghwani) ও খেসারি লাল যাদবকে দেখা গেছে এই ভিডিওতে চুটিয়ে রোমান্স করতে।
- Song Story: ভিডিওর শুরুতেই এই জুটিকে দেখা গেল সুন্দর নাচ করতে। কারণ কাজলের বিয়ে ঠিক হয়েছে যদিও নায়কের সাথে না। হ্যাঁ এই খবর শুনেই কার্যত মন ভেঙে গেছে তার। কালো রঙের শরীর ঢাকা পোশাকে দেখা গেছে নায়িকাকে। আর খেসারি সাধারণ শার্ট ও ডেনিমে। উগ্র যৌনতা দেখা না গেলেও লাস্যময়ী ও যৌন আবেদনে ভরপুর নায়িকার এক্সপ্রেশন ছিল সবার থেকে আলাদা। তার ভারী কোমরের ঝটকায় খেসারি প্রথমে সামলাতে বেশ নড়বড়ে হয়ে গেছে। খোলা আকাশের নিচেই তাঁদের যৌবন হয়েছে রঙিন। নায়ক বহুবার নায়িকার শরীরের বিভিন্ন জায়গায় চুমু দিয়েছে।
- Youtube Channel: ‘জি মিউজিক ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিও।
- Views: এখনও পর্যন্ত 16,71,21479 জন মানুষ এই গানের ভিডিওটি দেখে নিয়েছেন।