দীপা এখন অতীত! অনস্ক্রিন ভাইয়ের বউয়ের সঙ্গে রোম্যান্টিক পোজে ধরা দিলেন দিব্যজ্যোতি (Dibyojyoti-Soumili)। ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। বর্তমানে স্টার জলসার পর্দায় বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সিরিয়ালের পর্দায় সূর্য-দীপার কেমিস্ট্রি সকলেরই বেশ পছন্দের। তবে, পর্দার বাইরে বিষয়টা একটু অন্যরকম। সম্প্রতি তারই হদিশ পেলেন ভক্তরা। দীপা নয় বরং ভাইয়ের বউয়ের সঙ্গে রোম্যান্টিক পোজে মাতলেন ভাসুর।
সিরিয়ালের গল্প অনুযায়ী প্রথমে উর্মির সঙ্গেই সূর্যর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু পরে শ্যামবর্ণা দীপাকেই নিজের স্ত্রী হিসেবে বেছে নেয় সূর্য। কিন্তু পর্দার বাইরে দীপা ওরফে স্বস্তিকা ওদিকে সূর্য ওরফে দিব্যজ্যোতির ঝামেলার কথা কারোর কাছেই অজানা নয়। যদিও বর্তমানে তারা নিজেদের মধ্যেকার ঝামেলা মিটিয়ে নিয়েছেন। তবে, তারপরেও তাদের একসঙ্গে দেখা যায়নি। বরং ভাইয়ের বউয়ের সঙ্গে বেজায় মজেছেন।
View this post on Instagram