ব্যস্ততার জীবনে সবকিছুই যেন গোল মেলে হয়ে যাচ্ছে। সযত্নে কোনো কিছু রেখে দেওয়া হলেও পরবর্তীতে আর মনেই থাকে না কোথায় রাখা হয়েছে জরুরি কাগজ অথবা জিনিসটি। আবার অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ সামগ্রী রেখে বাক্সে তালা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু প্রয়োজনের সময় পুরনো সেই বাক্সের চাবিটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এতেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে কম বেশি সকলকেই। উপায় না থাকায় তৎক্ষণাৎ ছুটে যেতে হচ্ছে তালা তৈরীর কারিগরদের কাছে। তাদের ডেকে এনে ভেঙে ফেলতে হচ্ছে তালা। তবে এবার থেকে এই নিয়ম বদলে ফেলতে হবে। কারণ চাবি ছাড়াই খুব সহজেই খোলা যাবে তালা।
সোশ্যাল মিডিয়ার দৌলতে সবকিছুই যেন হাতের মুঠোয়। খুব সহজেই বাড়িতে বসে যেমন দেশ বিদেশের খবরা খবর জেনে নেওয়া যায়। তেমনই নিত্যদিন জেনে নেয়া যাচ্ছে খুঁটিনাটি নানান টিপস। আজকের প্রতিবেদনেও তেমনই একটি টিপস তুলে ধরা হলো।
বন্ধ তালা চাবি ছাড়া খুলবেন কীভাবে
- এর জন্য প্রথমেই প্রয়োজন পড়বে বেশ কিছু দেশটাই কাঠির। সেই দেশলাই কাঠি গুলির ওপরের অংশটা অর্থাৎ বারুদটা ছাড়িয়ে নিতে হবে। কেবলমাত্র একটি দেশলাই কাঠিতে রেখে দিতে হবে বারুদ।
- এরপর একটি কাগজের টুকরোর মধ্যে সেই বারুদ গুলোকে রেখে আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে দিয়ে ঢেলে দিতে হবে।
- চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত দেশলাই কাঠিটি। মনে রাখবেন বারুদের অংশটি যেন বাইরের দিকে থাকে।
- এরপর ওই দেশলাই কাঠির বারুদে আগুন ধরিয়ে দিতে হবে। বারুদ জ্বলে গেলেই আগুন আস্তে আস্তে চলে যাবে নিচের দিকে। যে জায়গায় গুঁড়ো বারুদ রয়েছে সেখানে পৌঁছে যাবে আগুন।
- এই সমগ্র কাণ্ডটা ঘটানোর সময় তালা থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। কারণ দেশলাই কাঠির বারুদের ফলে ঘটতে পারে বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের জেরেই খুলে যাবে তালা।
- অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই করতে হবে এই কাজ। খেয়াল রাখতে হবে তালার আশেপাশে যেন শিশুরা না থাকে। তবে মাথায় রাখবেন এই টিপস কেবলমাত্র ছোটো তালা খোলার জন্য। বড় তালা খুলতে হলে যেতেই হবে পেশাদার কারো কাছে।