প্রেম করে অনেকেই ঘর বাঁধেন। জ্যোতিষশাস্ত্র মতে, প্রেমের সম্পর্ক তৈরির পেছনে থাকে গ্রহের প্রভাব। প্রত্যেক রাশির ভিন্ন গ্রহের জন্য প্রেম হয়। রাশি অনুযায়ী দেখে নিতে পারেন কোন গ্রহের জন্য প্রেম হয়।
মেষ রাশির প্রেমের সম্পর্ক তৈরি হয় রবি গ্রহের কারণে।বৃষ রাশির প্রেমের সম্পর্ক মঙ্গলের জন্য হয়। শুক্রের কারণে হয় মিথুন রাশির প্রেম। কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শনি গ্রহ।এদিকে সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের বিয়েতে প্রভাব থাকে শনি গ্রহের। আবার কন্যা রাশির প্রেম করে বিয়ের জন্যও প্রভাবক শনি গ্রহ। তুলা রাশির প্রেম হয় মঙ্গল গ্রহের প্রভাবে।
মরক রাশিতে প্রেম করে বিয়ে হওয়ার জন্য দায়ী থাকে চন্দ্র। বৃশ্চিক রাশির প্রেম করে বিয়ে হয় শুক্রের কারণে। ধনু রাশির প্রেম করে বিয়ে হয় মঙ্গলের কারণে। কুম্ভ রাশির রবি গ্রহের জন্য প্রেম করে বিয়ে হয়। মীন রাশির ক্ষেত্রে প্রেম করে বিয়ে হয় চন্দ্র গ্রহের প্রভাবে।