Anurager Chhowa: দীপার ওপর রাগ করে মিশকাকে বিয়ে করে মিশকার সন্তানকে বাবার পরিচয় দিলো তবলা

Anurager Chhowa Today Episode: অবশেষে সবার কথায় রাজি হয়ে তবলাকে বিয়ে করলো মিশকা! প্রকাশ্যে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের । বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় তথা বেঙ্গল টপার ধারাবাহিক এটি। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার (Surya-Dipa) প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছিল সিরিয়ালের পর্দায়।

আর সেই সময় তবলা এসে হাজির হয়। সে মিশকাকে বিয়ের প্রস্তাব দেয়। যদিও মিশকা একেবারেই রাজি থাকেনা। সে কেবলমাত্র সূর্যকেই পেতে চায়। যদিও কোর্টের বিচারক এমনকি মিশকার বাড়ির লোক মিশকাকে জোর করে তবলাকে বিয়ে করতে। অবশেষে সম্পত্তি পাওয়ার লোভে তবলাকে বিয়ে করে মিশকা। যদিও এই ভিডিও ক্লিপটি কোন অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। তাই এই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যায়। এখন দেখার পালা আগামীদিনে ধারাবাহিক কোনদিকে মোড় নেয়।