আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, বর্তমান প্রজন্মের কাছে তাদের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। প্রত্যেকেই নিজেদের অবসরের বেশিরভাগটাই এই নেটদুনিয়াতে কাটাতে পছন্দ করেন। এমন অনেকেই রয়েছেন যারা এই সোশ্যাল মিডিয়াকে ভর করেই নিজের প্রতিভার সূত্র ধরে পৌঁছে যেতে চান বহু মানুষের মাঝে। এক্ষেত্রে নিরাশ হন না তারা। যদি কোন ভিডিও নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে তাদের মনোযোগ ধরে রাখতে পারে, তবে সেই ভিডিও ভাইরাল হতে বাধ্য।
আজকের সময়ে দাঁড়িয়ে প্রত্যেকেই নিজেদের মতন করে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে নিজেদের একটা আলাদা পরিচিতি গড়ে তুলতে চান। আর এই বিষয়ে সফল হন অনেকেই। কেউ যদি সত্যিই প্রতিভাবান হন তবে তার পরিচিতি নেটজনতার অধিকাংশের মাঝে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগে না। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সূত্র ধরে তেমনি আরো এক প্রতিভাবান বেলি নাচ শিল্পী পরিচিতি অর্জন করেছেন। সকলের জন্য রইল সেই নাচের ঝলক।