চোখ ফুলে লাল, জল পড়ছে বারবার? উপেক্ষা না করে সংক্রমণ কমাতে যা যা করবেন

চোখ মানবদেহের প্রধান ইন্দ্রিয়গুলোর মধ্যে অন্যতম। দৃষ্টিশক্তির পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতাতেও বিশেষ প্রভাব ফেলে চোখ। তাই চোখের কোনো সমস্যা হলে তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে শরীরে।

মাঝেমধ্যেই চোখ দিয়ে জল পড়া থেকে শুরু করে চোখ লাল হয়ে যাওয়া এমনকি চুলকানিও হয়ে থাকে। তবে এসব সমস্যাকে সবাই সাধারণভাবে নেয়। যা মোটেও ঠিক নয়। কারণ এসব সমস্যাওে হতে পারে বিভিন্ন রোগের কারণ। জেনে নিন কোন কোন রোগ প্রভাব ফেলে চেখে-

> শরীরের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ প্রভাব ফেলতে পারে চোখে। এর ফলে রেটিনার রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি প্রায় অনিবার্য। আয়নায় আপনার চোখ দেখার সময় এটি চোখে পড়বে না। তাই উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত চোখ পরীক্ষা করা জরুরি।

> যদি চোখের আশেপাশের চামড়া সাদা হয়ে উঁচু অবস্থায় দেখতে পান তবে এটি উচ্চ কোলেস্টেরলের মাত্রার লক্ষণ হতে পারে। এটি বার্ধক্যজনিত কারণে বা নিম্ন-ঘনত্বের লাইপোপ্রোটিনের মাত্রার কারণেও হতে পারে যা স্ট্রোকের ঝুঁকির ইঙ্গিত দেয়।

> বর্তমানে সবারই চোখই বেশিরভাগ সময় কম্পিউটার, টিভি বা মোবাইলের পর্দার দিকে তাকিয়ে থাকে। এর ফলে অনেক সময় চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে।

চোখ অতিরিক্ত ক্লান্ত হলে এই ঘটনা ঘটতে পারে। আবার ডায়াবেটিস রোগীরাও প্রায়শই এই উপসর্গের অভিযোগ করেন। এটি আবার ছানি বা ম্যাকুলার ডিজেনারেশনের লক্ষণও হতে পারে।

> অনিদ্রার কারণে চোখ লাল হয় ও অস্বস্তি লেগেই থাকে। আর অনিদ্রা শারীরিক বিভিন্ন সমস্যার কারণ হতে পারে।

> বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের কাছের জিনিস দেখতে অসুবিধা তৈরি হয়। বার্ধক্যজনিত কারণে কারণে এমনটি হয়ে থাকে। তাই দ্রুত চিকিত্সকের শরণাপন্ন হতে হবে।