ভাগ্য বদলাতে কেই না চায় বলুন তো দেখি? অনেকেই আছেন যারা কিনা টাকার অভাবে ভুগছেন। এককথায় বলা চলে আর্থিক অনটনে তাদের জীবন রীতিমতো জেরবার। কোনো কাজেই তারা সাফল্য পান না। সারাক্ষন তাদের জীবনে সমস্যা যেন লেগেই আছে। কিন্তু জানেন কি এমনি এমনি এসব কিছু হয় না। এর পিছনে বড়সড়ভাবে জড়িয়ে আছে বাস্তুশাস্ত্র। কেননা, বাস্তুদোষ থাকলেই জীবনে অন্ধকার ঘনিয়ে আসে। এমনকি যা জীবনকে শেষ করে দিতে পারে।
জীবন সুখের করতেই আমরা সকলেই চাই। কিন্তু তারপরেও আমরা অজান্তেই এমন কিছু কাজ করে থাকি যার প্রভাব কিনা গিয়ে পড়ে আমাদের জীবনে। তবে আজ আপনাদের জানাবো কিভাবে একটি ফুল আপনার জীবনের সব সমস্যা প্রতিকার করবে। ফুলটির নাম হল নাগকেশর।
কীভাবে করবেন :
- বাড়িতে অথবা ব্যবসার স্থানে যদি লক্ষীমূর্তি থেকে থাকে তাহলে তার সামনে নাগকেশর ফুল, কাঁচা হলুদ, একটি গোটা সুপুরি রেখে দিন।
- রুপোর একটি ছোট্ট তাবিজে নাগকেশর ফুল ও মধু একসঙ্গে নিয়ে শুক্ল পক্ষের শুক্রবার বা অন্য কোনো শুভ সময়ে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এরপর ধীরে ধীরে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যা আপনি নিজেই বুঝতে পারবেন।
- কোনও মাসের একটি পূর্ণিমা তিথি থেকে শুরু করে পরের পূর্ণিমা পর্যন্ত নাগকেশর ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। এরপর পুজো হওয়ার পর যেখানে টাকা রাখেন সেখানে ফুলটি রেখে দিন। এতে অনেক সমস্যা কেটে যাবে।
- প্রতিদিন ঠাকুরকে নাগকেশর ফুল দিয়ে পুজো দিন। এরপর সেই ফুলকে সাদা কাপড়ে জড়িয়ে টাকার বাক্সে বা অফিসের ডেস্কে রেখে দিন। এতে আয় বৃদ্ধি পাবে।
- একটি তামার মুদ্রা এবং সামান্য কিছু চাল একসঙ্গে একটি কাপড়ে বেঁধে রেখে দিন। প্রতিদিন পুজো করার সময় সেই কাপড়ের দ্রব্যগুলি পুজো দিন। দেখবেন কিছুদিনের মধ্যে সমস্যা কাটিয়ে উঠবেন।