ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় জুটি গুলির মধ্যে একটি হলো দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া এবং আম্রপালি দুবের জুটি। তাদের দুজনের গান প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই থাকে। দর্শকদের বহুবার আনন্দ দিয়েছে এই জুটি। কোন ছবিতে বা গানে যখনই তাদের দুজনকে দেখা যাবে, সেই গান হয়ে যাবে সুপারহিট। দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখা গেলে সব সময় সেই সিনেমা সুপারহিট হয়ে থাকে। সোশ্যাল মিডিয়াতে আবারো তাদের দুজনের একটি নতুন ভিডিও জনপ্রিয়তা পেয়েছে।
- Album: ‘হোলি মে GST জোর কে’ (Holi Mein GST Jorr Ke)
- Song: ফাগুয়া মে ফাটাতা জাওয়ানি (Phagua Mein Fatata Jawani)
- Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), আম্রপালি দুবে (Amrapali Dubey)
- Singers: প্রভেশ লাল যাদব (Pravesh Lal Yadav) ও আম্রপালি দুবে।
- Song Story: প্রথমেই জানিয়ে রাখি এই গানটি দেখানো হয়েছে বাথরুমের মধ্যে। তাই বুঝতেই পারছেন কতটা ঘাম ঝরানো হতে চলেছে। আম্রপালিকে তার শাড়ি খুলে শুধুমাত্র ব্লাউজ ও পেটিকোট পড়া অবস্থায় দেখা গেল। নিরাহুয়া যদিও নায়িকাকে ঝাপটে ধরলেন। বন্ধ ঘরের মধ্যে নয় বরং এবার তাঁদের রোমান্সর জায়গা বাথরুম। নায়িকার উতপ্ত শরীরকে আদরের সাহায্যে আরও উত্তপ্ত করলেন। তার সাথেই অগুনতি চুমু তো আছেই। তাই বাড়িতে অবশ্যই একা দেখবেন এই ভিডিও।
- Youtube Channel: ‘নিরাহুয়া মিউজিক ওয়ার্ল্ড’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
- Views: এখনও পর্যন্ত 4,38,41,233 জন মানুষ এই ভিডিও দেখে নিয়েছেন।