দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) অর্থাৎ নিরাহুয়া ভোজপুরি সিনেমার অন্যতম নায়ক। তার ঝুকিতে রয়েছে একের পর এক হিট সিনেমা। তার অভিনয় এখন মানুষ পছন্দ করেন। রোমান্সর দিক থেকে তো কার্যত সব সীমা লঙ্ঘন করেছেন তিনি। নায়িকা আম্রপালি দুবে (Amrapali Dubey) ও নিরাহুয়ার জুটি অন্যতম। তাঁদের এই হট ভিডিও গান গুলি বারংবার ভাইরাল হয় ইউটিউবের পাতা থেকে। দেখে নিন সেই ভিডিও।
- Film : ‘সিপাহী’ (Sipahi)
- Song : কাটরে কাটরে (Katore Katore)
- Singers : খেসারি লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং
- Song Story : ভিডিওর শুরুতে শাড়ি ও ব্লাউজে চমকদার লুকে এসে হাজির হলেন নায়িকা। বরাবরের মতোই তাঁকে দেখে অবাক নায়ক। কার্যত লাস্যময়ী এক্সপ্রেশনে তিনি গরম হয়ে গেলেন। গানের তালে তালে ফাটিয়ে নাচ করলেন দুজনেই। নাচ হলেও রোমান্স কোনো খামতি নেই। আম্রপালির শরীরের নানা জায়গায় নিরাহুয়ার গভীর চুম্বনের মাধ্যমে ভালোবাসার ছাপ ছেড়ে গেছে। আম্রপালির শরীরে নিজেকে কার্যত হারিয়ে বসলেন নিরহুয়া। একই বিছানায় শুয়ে দুজনের এমন রোমান্স কার্যত আপনার ঘাম ঝরাবে।
- Channel : ‘Wave Music’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি 6 বছর আগে আপলোড করা হয়েছিল।
- Views : এখনও পর্যন্ত 4,40,68,563 জন মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও।