রেখার চিরসবুজ সৌন্দর্যের ৪ রহস্য, জেনেনিন

বলিউডের কিংবদন্তীতুল্য অভিনেত্রী রেখার বয়স এখন ৬৯। অথচ তাকে দেখলে কি মোটেও তেমনটা মনে হয়? চিরসবুজ সৌন্দর্য ও লাবণ্য ধরে রাখার ক্ষেত্রে সারাবিশ্বে যে কজন অভিনেতা-অভিনেত্রী সবার মনোযোগ ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে উপনীত হয়েছেন, রেখা তাদের মধ্যে অন্যতম।

বলিউডে দীর্ঘ ৫ দশকের ক্যারিয়ার তার। এখনও নিজের সৌন্দর্য ও কারিশমা দিয়ে অসংখ্য মানুষের হৃদয় জয় করে নিচ্ছেন তিনি। রেখার এমন সৌন্দর্যের ৪টি রহস্য জানব এই লেখায়।

যোগব্যায়াম ও ধ্যান

১৯৭০ এর দশকের শেষভাগে যোগব্যায়াম (ইয়োগা) এবং ধ্যান (মেডিটেশন) সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। রেখাও তখন এটিকে সাদরে গ্রহণ করেছিলেন। ১৯৮৬ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি নিয়মিত ইয়োগা এবং ধ্যান করেন। এটি তিনি শিখেছেন সহশিল্পী রামা বানিসের কাছ থেকে।